হত্যা-নির্যাতন-নিপীড়নে মানুষের মনে বৈশাখের আনন্দ নেই: রিজভী

সারা দেশে হত্যা, নির্যাতন আর নিপীড়নে মানুষের মনের মধ্যে বৈশাখের আনন্দ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের বিচারের দাবিতে রোববার এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে রিজভী বলেন, ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যায় ক্ষমতাসীনদের দোসররাই জড়িত। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমাদের উৎসবের প্রাঙ্গণ আজ ঘন অন্ধকারে ঢেকে গেছে। আমাদের উৎসবের প্রাঙ্গণে শান্তি নেই, স্বস্তি নেই। শুধু আতঙ্ক আর ভয়। এটা চলতে পারে না। সোনাগাজীর মাদ্রাসাছাত্রী, যাকে নির্মমভাবে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এসময় রিজভী অভিযোগ করে বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করা, ভোটারবিহীন নির্বাচন, সারা দেশে নৈরাজ্য ও একের পর এক নারী নির্যাতনের ঘটনায় মানুষের মধ্যে বৈশাখের আনন্দ নেই।

 

টাইমস/জেডটি

Share this news on: