সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে বিএনপির শীর্ষ নেতারা

সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসবেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা।

এ বৈঠক থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। এতে দলের জ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ কয়েকজন আইনজীবী অংশ নেবেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির জানিয়েছেন, জ্যেষ্ঠ নেতারা নিয়মিতই আলোচনা করেন। এরই অংশ হিসেবে শনিবার বিকালে জ্যেষ্ঠ নেতারা বসবেন বলে শুনেছি।

স্থায়ী কমিটির দায়িত্বশীল একাধিক সূত্র জানা গেছে, বৈঠকে ঠাকুরগাঁও-৩ আসন থেকে দলীয় নির্বাচিত জাহিদুর রহমান জাহিদের শপথ গ্রহণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, খালেদা জিয়ার স্বাস্থ্য, জামিনের বিষয়ে আলোচনা হবে। বৈঠকের মধ্যে বা শেষ দিকে গুরুত্ব সহকারে দলের অবস্থান ব্রিফ করা হতে পারে।

বিএনপি নীতিনির্ধারকদের ধারণা, আগামী দু-একদিনের মধ্যে বিএনপি দলীয় আরও কয়েকজন প্রার্থী এমপি হিসেবে শপথ নিতে পারেন। তাই বৈঠকে থেকে নীতিনির্ধারকরা নির্বাচিতদের সঙ্গে আবারও কথা বলতে পারেন।

সূত্র দাবি করেছে, বৈঠকে সরকারের আচরণের ওপর গভীর পর্যালোচনা হবে। এরপর দলের নীতি ও কৌশলের ওপর আলোচনা করা হবে। এতে লন্ডন থেকে স্কাইপে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত থাকতে পারেন।

এর আগে শুক্রবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদে না যাওয়ার যে সিদ্ধান্ত বিএনপির, তা বহাল আছে। এ বিষয়ে আর কোনো দ্বিমত থাকার কথা নয়। দলের সিদ্ধান্ত যারা ভাঙবেন, তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে।

বিএনপির নির্বাচিতরা যেন শপথ নেন, সে জন্য সরকারের চাপ আছে বলেও জানান বিএনপির মহাসচিব।

 

টাইমস/এইচইউ

Share this news on: