সময় স্বল্পতার কারণে দলীয়ভাবে মনোনয়ন: কামাল হোসেন

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সময় স্বল্পতার কারণে এখন জোটগতভাবে মনোনয়ন দেয়া হচ্ছে না। দলীয়ভাবে মনোনয়ন দেয়া হচ্ছে । পরে এগুলোকে সমন্বয় করা হবে।

মঙ্গলবার জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার বেইলি রোডের বাসায় একান্ত বৈঠক শেষে কামাল হোসেন এ কথা জানান।

ড. কামাল হোসেন বলেন, এটা জোটগতভাবে হচ্ছে না। আলাদা আলাদা হচ্ছে। পরে বসে এগুলোকে সমন্বয় করা যাবে। সময় স্বল্পতার জন্য এখন দলীয়ভাবে মনোনয়ন দেয়া হচ্ছে। তবে প্রার্থিতা প্রত্যাহারের আগেই সব ঠিক হয়ে যাবে।

ছয়টি আসনে ইভিএম ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ইভিএম নিয়ে আমাদের প্রতিবাদ চলতে থাকবে।

Share this news on: