ধানের শীষ নিয়ে জামায়াত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে: ডা. জাফরুল্লাহ

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, অতীত কর্মকাণ্ডের জন্য জামায়াতকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নির্বাচনে সব প্রার্থীর সমান সুযোগ বিষয়ক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

জামায়াত প্রসঙ্গে তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীক নিয়ে জামায়াত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে।

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিতে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, নির্বাচন ছাড়া আর কোন বিকল্প পথ নেই। লড়াই করেই ভোট দিতে হবে।

এসময় গ্রেফতার ও গায়েবি মামলা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন ব্যারিস্টার মওদুদ।

Share this news on:

সর্বশেষ