মাদারীপুরে আ. লীগের ৬ নেতাকে বহিষ্কারের সুপারিশ

উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে অবস্থান ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাদারীপুর রাজৈর উপজেলা আওয়ামী লীগের আরও ছয়জনকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ।

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে শনিবার বিকালে এক জরুরি সভা ডাকা হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মতিন তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক জমিরউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান শেখ প্রমুখ।

জরুরি সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দের বিরোধিতা করে দলীয় কিছু নেতা-কর্মী। তারা বিদ্রোহী প্রার্থী ওবায়দুর রহমান খানের পক্ষে কাজ করছেন। এসব অভিযোগের সত্যতা থাকায় রাজৈর উপজেলা কমিটির আইনবিষয়ক সম্পাদক ফয়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন, কবিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম, রাজৈর পৌর আওয়ামী লীগের সদস্য জালালুর রহমান, ইশিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল হাই মুন্সী ও রাজৈর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গোপা শারমিনকে সাময়িক বহিষ্কারের জন্য কেন্দ্রে তাদের নাম পাঠানো হয়েছে।

এর আগে মাদারীপুর জেলা কমিটির সভায় একই অভিযোগে রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব মিয়াসহ জেলা কমিটির ২৩ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়।

দলের কিছু নেতা-কর্মী দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করছে উল্লেখ করে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা বলেন, ‘আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী একজন নেতা কখনোই দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান করতে পারবে না। আমরা উপজেলা আওয়ামী লীগের ছয়জনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। যা শিগগিরই কার্যকর হবে।’

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
শিক্ষক নিয়োগ: পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে হাতে পৌঁছে যেত উত্তরপত্র Apr 25, 2024
img
বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমরা লজ্জা পাই: পাকিস্তানের প্রধানমন্ত্রী Apr 25, 2024
img
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস Apr 25, 2024
img
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম Apr 25, 2024
img
চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ Apr 25, 2024
img
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের Apr 25, 2024
img
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত শনিবার: শিক্ষা প্রতিমন্ত্রী Apr 25, 2024
img
ফ্যাটি লিভারের সমস্যা প্রতিরোধে জীবনযাপনে আনুন ৫ পরিবর্তন Apr 25, 2024
img
নেতানিয়াহুর পদত্যাগ দাবি করলেন ন্যান্সি পেলোসি Apr 25, 2024
img
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি Apr 25, 2024