চট্টগ্রামে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

চট্টগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।

শনিবার বিকালে নগরীর খুলশী থানার লালখান বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মনির হোসেন (৪০), মো. সোহেল (২৩), মো. সুমন (১৮) ও ইমন হোসেন (১৭)। চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মনির হোসেন গুলিবিদ্ধ হয়েছেন।

জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম ও যুবলীগ নেতা আবুল হাসনাত বেলালের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে শুক্রবার রাতে বেলালের সমর্থক এক যুবককে ছুরিকাঘাত করে মাসুমের সমর্থকরা। এ ঘটনার প্রতিবাদে দুপুরে বেলালের পক্ষের লোকজন লালখান বাজার মোড়ে সমাবেশ করে। সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে লালখান বাজার এলাকায় ঢোকার সময় কাঁচাবাজারের কাছে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে মাসুমের সমর্থকরা। এসময় কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়া হয়।

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: