গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৭ জুলাই বাম জোটের হরতাল

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট হরতালের ডাক দিয়েছে।

আগামী ৭ জুলাই আধা বেলার জন্য সারা দেশে হরতাল কর্মসূচি পালন করবে জোটটি।

সোমবার বেলা ১১টায় বাম গণতান্ত্রিক জোটের পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মো. শাহ আলম গণমাধ্যমকে বলেন, সরকারের আবারো গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক। এর প্রতিবাদে ৭ জুলাই সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল পালন করা হবে।

প্রসঙ্গত রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়।

আবাসিক, বাণিজ্যিকসহ সব ধরনের গ্যাসের দাম বাড়িয়েছে বিইআরসি। গড়ে গ্যাসের দাম বেড়েছে ৩২ দশমিক ৮০ শতাংশ।

মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত আজ ১ জুলাই থেকে কার্যকর হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আগে একটি চুলায় মাসে বিল দিতে হতো ৭৫০ টাকা। এখন থেকে গ্যাস বিল বাবদ মাসে ব্যয় হবে ৯২৫ টাকা। আর দুই চুলায় এতদিন বিল ছিল ৮০০ টাকা। এখন দিতে হবে ৯৭৫ টাকা।

এছাড়া বাসাবাড়ির গ্যাসের পাশাপাশি যানবাহনে ব্যবহার করা সিএনজির (সংকুচিত প্রাকৃতিক গ্যাস) দামও বেড়েছে।

সিএনজির ক্ষেত্রে প্রতি ঘনমিটারে দাম বেড়েছে ৩ টাকা। ৪০ টাকার সিএনজি গ্যাসের দাম বেড়ে হয়েছে ৪৩ টাকা।

 

টাইমস/জেডটি

Share this news on: