প্রার্থিতা ফিরে ফেলেন ময়মনসিংহয়ের দুই প্রার্থী

আজ শেষে শুরু হয়েছে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি। বৃহস্পতিবার ওই শুনানিতে প্রথম ১০০ জনের আবেদনের নিষ্পত্তি করে ৫৩ জনের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে ইসি। এর মধ্যে দুই জন প্রার্থী ময়মনসিংহ বিভাগের রয়েছেন।

তারা হলেন- ময়মনসিংহ-২: স্বতন্ত্র প্রার্থী মো. আবু বকর সিদ্দিক ও ময়মনসিংহ-৭: বিএনপির প্রার্থী জয়নাল আবেদিন। তাদের মধ্যে মো. আবু বকর সিদ্দিকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল ঋণ খেলাপির অভিযোগে। তবে অপর প্রার্থী জয়নাল আবেদিনের মনোনয়নপত্র কেন বাতিল করা হয়েছিল তা জানা যায়নি।

এর আগে বৃহস্পতিবার সকাল সকাল ১০টায় নির্বাচন ভবনের একাদশ তলায় নির্বাচন কমিশনের এই শুনানি শুরু হয়। ৫৪৩টি আপিল আবেদনের মধ্যে ১৬০টি আবেদনের নিষ্পত্তি করার কথা রয়েছে প্রথম দিন।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী শুনানি নিচ্ছেন।

টাইমস/কেআর

Share this news on: