ক্ষমতালোভীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে: মেনন

দেশের রাজনীতি এখন আর রাজনীতিকদের হাতে নেই উল্লেখ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেছেন, হাতে গোনা কিছু লোকের কাছে রাষ্ট্রক্ষমতা বন্দী হয়ে আছে। জনগণের স্বার্থে ওই ক্ষমতালোভীদের কবল থেকে দেশকে রক্ষা করতে হবে।

শুক্রবার দুপুরে বরিশাল নগরের অশ্বিনীকুমার হলে  অনুষ্ঠিত জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য প্রয়াত মাহমুদুল আলমের স্মরণসভায় রাশেদ খান মেনন এসব কথা বলেন।

আওয়ামী লীগের নেতারা দলে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় না দেয়ার কথা বললেও বাস্তবে এর চিত্র ভিন্ন বলে মন্তব্য করেছেন মেনন।

তিনি বলেন, ক্ষমতা ও অর্থের মোহে আওয়ামী লীগ দলে অনুপ্রবেশকারীদের ঠেকাতে পারবে না।

গ্যাসের দাম বাড়িয়ে সরকার সাধারণ মানুষকে মহাদুর্ভোগের মধ্যে ফেলেছে সরকার। অর্থনীতির সব খাতে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে বলে মনে করেন ১৪ দলের এই শরিক নেতা।

বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক নিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য তরুণ চন্দ্র চন্দ, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শেখ মো. টিপু সুলতান, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জলিলুর রহমান, জেলা জাসদের সভাপতি আবদুল হাই মাহবুব প্রমুখ।

 

টাইমস/এসআই

Share this news on: