খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ

বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার মুক্তিসহ গণদাবিতে বৃহস্পতিবার খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুর ২টায় নগরীর শহীদ হাদিস পার্কে সমাবেশ শুরু হবে বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা যায়, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিশেষ অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

এদিকে দীর্ঘদিন পর সমাবেশের অনুমতি পেয়ে বিএনপি’র নেতা-কর্মীদের হতাশা অনেকটাই কেটে গেছে। বিভাগীয় বিএনপি’র সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকরা সাড়া দিচ্ছেন। যেসব নেতা দীর্ঘদিন নিষ্ক্রিয় হয়ে ছিলেন তারাও ভিড় করছেন কার্যালয়ে। অনেকে মামলায় হাজিরা দিয়েই প্রচারণার কাজ শুরু করছেন।

খুলনা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, খুলনায় দীর্ঘদিন পরে উন্মুক্ত স্থানে সমাবেশ করতে যাচ্ছে বিএনপির। সমাবেশ ঘিরে সব জেলা ও উপজেলা থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সমাবেশ কেন্দ্র করে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে। প্রতিটি জেলাতেও সমাবেশ সফল করতে প্রচারণা চালানো হয়েছে । নেত্রীর মুক্তির দাবিতে যে জনসভা খুলনায় অনুষ্ঠিত হবে। এ সমাবেশর মধ্যে দিয়ে অচিরেই নেত্রী মুক্তি পাবেন।

বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম বলেন, সারাদেশের বিভাগীয় সদরগুলোতে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়ার পর এরই মধ্যে বরিশাল ও চট্টগ্রামে জনতার ঢল নেমেছিল। বিএনপি’র খুলনা বিভাগীয় সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। ইনশাল্লাহ খুলনার সমাবেশও জনতার সমুদ্রে পরিণত হবে। সমাবেশ হলো বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নেতা-কর্মীদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার ও বর্তমান সরকারের দুশাসনের বিরুদ্ধে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান Mar 29, 2024
img
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ Mar 29, 2024
img
দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ Mar 29, 2024
img
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড Mar 28, 2024
img
দূষণের কারণে বছরে পৌনে ৩ লাখ বাংলাদেশির মৃত্যু Mar 28, 2024
img
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ এখন কত, জানালো বাংলাদেশ ব্যাংক Mar 28, 2024
img
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত Mar 28, 2024
img
বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ Mar 28, 2024
img
জাহাজসহ জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার অনেক দূর এগিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী Mar 28, 2024
img
ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ৮৯.৯৩ শতাংশ ফেল Mar 28, 2024