নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান শেখ হাসিনার

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে না পারে তাহলে পদ্মা সেতুসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজ বন্ধ হয়ে যাবে। কাজেই আপনারা নৌকায় ভোট দিয়ে আমাদের বিজয় নিশ্চিতের সঙ্গে সঙ্গে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করুন।

বৃহস্পতিবার ঢাকায় পেরার পথে ফরিদপুরের ভাঙ্গার মোড় এলাকায় একটি নির্বাচনী জনসভায় দেয়া ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ২০০১ সালে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। কিন্তু বিএনপি-জামায়াত সরকারে এসেই সে কাজ বন্ধ করে দেয়।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি ভোট ও আসনই মূল্যবান। আপনার একটি ভোটই আমাদের সরকার গঠনে সাহায্য করতে পারে। প্রয়োজনীয় সংখ্যক আসন থেকে একটি আসনও যদি কম হয়ে যায় তাহলেই আমরা সরকার গঠন করতে পারব না।

তিনি আরও বলেন, বিভিন্ন নেতারা আপনাদের নানা কথায় বিভ্রান্ত করার চেষ্টা করবে। কিন্তু আপনাদের সবাইকে যার যার নিজের ভোট দিতে হবে এবং জনমত সৃষ্টি করে ভোট কেন্দ্রগুলো পাহারা দিতে হবে।

এসময় ফরিদপুর-৪ আসনের মহাজোট প্রার্থী (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) কাজী জাফরউল্যাহ সমাবেশে বক্তৃতা করেন এবং বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা সমাবেশে উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা টুঙ্গিপাড়া থেকে রাজধানীতে ফেরার পথে তাঁর নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে ভাঙ্গায় এই জনসভা করেন। প্রধানমন্ত্রী পরে ফরিদপুরের কামারপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন প্রাঙ্গণে আরেকটি জনসভায় ভাষণ দেন।

শেখ হাসিনা রাজধানীতে ফেরার পথে আরও পাঁচটি এলাকায় নির্বাচনী জনসংযোগ ও জনসভায় অংশগ্রহণ করবেন। এগুলোর মধ্যে রয়েছে রাজবাড়ী মোড়, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাইয়ে রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণ এবং সাভার বাসস্ট্যান্ড এলাকা।

এর আগে শেখ হাসিনা সকাল ৯টায় টুঙ্গিপাড়া থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। যাত্রা শুরুর আগে তিনি জাতির পিতার সমাধিসৌধে পবিত্র কোরআন তেলাওয়াত, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

বুধবার প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করেন। সেদিন বিকেলে কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে বিশাল জনসভায় ভাষণ দেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ইরানে ইসরায়েলি হামলা, লাফিয়ে বাড়ল তেল ও স্বর্ণের দাম Apr 19, 2024
img
ঢাকাসহ ৬ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস Apr 19, 2024
img
মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ১৩ বিজিপি সদস্য Apr 19, 2024
img
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র Apr 19, 2024
img
ভারতের লোকসভা নির্বাচনে ভোট শুরু Apr 19, 2024
img
ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল Apr 19, 2024
img
রেমিট্যান্স উন্নয়নের মূল চালিকা শক্তি : সমাজকল্যাণমন্ত্রী Apr 18, 2024
img
ফের বাড়ল স্বর্ণের দাম, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা Apr 18, 2024
img
গবেষণায় বাংলাদেশে বিক্রি হওয়া শিশুখাদ্য সেরেলাক নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Apr 18, 2024
img
আ.লীগের এমপি-মন্ত্রীর সন্তান-স্বজনদের উপজেলা নির্বাচন করতে মানা Apr 18, 2024