ঐক্যফ্রন্টের ইশতেহারে মতপ্রকাশের স্বাধীনতাসহ ১৪ প্রতিশ্রুতি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মতপ্রকাশের স্বাধীনতাসহ ১৪ প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

সোমবার সকাল সোয়া ১১টার দিকে রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে এ ইশতেহার ঘোষণা করা হয়। ড. কামালের পক্ষে লিখিত ইশতেহার পাঠ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

ইশতেহার ঘোষণার আগে বক্তব্য দেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। ড. কামাল হোসেন তার বক্তব্যে নির্বাচনী পরিবেশ ও ইশতেহার বিষয়ে কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত আছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরাম নেতা সুব্রত চৌধুরী প্রমুখ।

ঐক্যফ্রন্টের ইশতেহারে শিক্ষিত নাগরিক ও তরুণদের ভাবনাকে প্রধান্য দেওয়া হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিতর্কিত আইন বাতিলের প্রতিশ্রুতি আছে ইশতেহারে। এতে নাগরিকদের নিরাপত্তা বিধানের কথাও বলা হয়েছে।

ঐক্যফ্রন্টের ইশতেহারে ১৪ প্রতিশ্রুতির মধ্যে রয়েছে:

১) জাতীয় ঐক্যগড়া

২) প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা

৩) মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিকদের নিরাপত্তা বিধান।

৪) নির্বাচনকালীন সরকারের বিধান তৈরি।

৫) পর পর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না।

৬) ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হবে।

৭) প্রথম বছরে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হবে না।

৮) প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে।

৯) দেশের সব নাগরিককে স্বাস্থ্য কার্ড দেয়া হবে।

১০) পুলিশ ও সামরিক বাহিনী ছাড়া চাকরিতে প্রবেশের জন্য কোনো বয়সসীমা থাকবে না এবং সরকারি চাকরিতে শুধু অনগ্রসর জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য কোটা ছাড়া আর কোনো কোটা থাকবে না।

১১) সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন করা হবে।

১২) বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম পুরোপুরি বন্ধ করা হবে।

১৩) পিএসসি-জেএসসি পরীক্ষা বাতিল করা হবে।

১৪) অর্থপাচার রোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে এবং পাচারকৃত অর্থ ফেরত আনা হবে।

 

চলতি বছরের ১৩ অক্টোবর বিএনপিসহ কয়েকটি দল নিয়ে গঠিত হয় জাতীয় ঐক্যফ্রন্ট। এর আগে জোটের পক্ষ থেকে প্রথম দফায় নভেম্বরের শেষ সপ্তাহে এবং ডিসেম্বরের ৮ তারিখে ইশতেহার ঘোষণার কথা বললেও পরে তা স্থগিত করা হয়।

ইশতেহার তৈরির জন্য ঐক্যফ্রন্ট ৬ সদস্যের একটি কমিটি করে দেয়। কমিটিতে বিএনপি থেকে সাংবাদিক মাহফুজউল্লাহ, গণফোরাম থেকে আ ও ম শফিক উল্লাহ, নাগরিক ঐক্য থেকে ডা. জাহেদ উর রহমান, জেএসডি থেকে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কৃষক শ্রমিক জনতা লীগের অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী এবং ডা. জাফরুল্লাহ চৌধুরীকে রাখা হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
জুনের মধ্যেই ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী Mar 29, 2024
img
বাজারে বেড়েছে মাংসের দাম, সবজিতে স্বস্তি Mar 29, 2024
img
বিএনপির ৮০ ভাগ নিগৃহীত নেতাদের তালিকা দিতে হবে : ওবায়দুল কাদের Mar 29, 2024
img
জায়েদ খানের নায়িকা হচ্ছেন টালিউডের পূজা ব্যানার্জি Mar 29, 2024
img
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান Mar 29, 2024
img
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ Mar 29, 2024
img
দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ Mar 29, 2024
img
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড Mar 28, 2024
img
দূষণের কারণে বছরে পৌনে ৩ লাখ বাংলাদেশির মৃত্যু Mar 28, 2024
img
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ এখন কত, জানালো বাংলাদেশ ব্যাংক Mar 28, 2024