৫ সেপ্টেম্বর বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান এইচএম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য বৃহস্পতিবার ফরম বিক্রি  করবে বিএনপি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান।

তিনি বলেন, ৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় কার্যালয় থেকে ১০ হাজার টাকায় ফরম সংগ্রহ করতে পারবেন রংপুর-৩ আসনে উপ-নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা । ৬ সেপ্টেম্বর আবেদন ফরম জমা দেয়ার সময়ে ২৫ হাজার টাকা দিতে হবে। ৭ সেপ্টেম্বর দলের স্থায়ী কমিটি অর্থাৎ মনোনয়ন বোর্ড প্রার্থীদের সাক্ষাৎকার নেবেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা ৯ সেপ্টেম্বর, বাছাই ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর।

একাদশ নির্বাচনে বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের মৃত্যুর পর এই আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের বাধ্যবাধকতা আছে।

 

টাইমস/এসআই

Share this news on: