ছাত্রলীগের নেতৃত্বে জয়-লেখক

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতির পদ থেকে রেজওয়ানুল হক শোভন ও  সাধারণ সম্পাদকের পদ থেকে গোলাম রাব্বানীকে সরিয়ে দেয়া হয়েছে।

শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভার পর এ তথ্য জানানো হয়।

গণভবন সূত্র জানায়, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে কেন্দ্রীয় কমিটির এক নম্বর সহ-সভাপতি আল নাহিয়ান খান জয়কে। আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে কেন্দ্রীয় কমিটির এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে। তাদেরকে দ্রুততম সময়ে সম্মেলন করার তাগিদ দেয়া হয়েছে।

বৈঠক সূত্র জানায়, শোভন-রাব্বানী সন্ধ্যায় গণভবন গিয়ে প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র জমা দিয়ে যান। এ বিষয়ে পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিস্তারিত বিফ্রিং করবেন।

গত বছরের ১১ ও ১২ মে নতুন নেতৃত্ব নির্বাচন ছাড়াই ছাত্রলীগের দুই দিনব্যাপী ২৯তম জাতীয় সম্মেলন শেষে ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি এবং গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক মনোনীত করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

টাইমস/এসআই

Share this news on: