রাবির ৪ ছাত্রদল নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ ৪ নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকা থেকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুলতান আহমেদ রাহী।

সাধারণ সম্পাদক কামরুল হাসান ছাড়া অন্য তিনজন হলেন, শাখা ছাত্র দলের যুগ্ম সম্পাদক শাকিলুর রহমান সোহাগ, সদস্য তুষার ও বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হিমেল রানা।

সুলতান আহমেদ রাহী জানান, আগামী ২৯ তারিখে রাজশাহীতে সমাবেশের প্রস্তুতি বিষয়ে শাখা ছাত্রদলের একটা সভাতে যাওয়ার কথা ছিল। এজন্য কাজলা গেটে সাধারণ সম্পাদকসহ ওই নেতারা অপেক্ষা করছিলেন। সেখানে উপস্থিত হয়ে শুনি ডিবি পরিচয়ে তাদেরকে তুলে নিয়ে গেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

এ ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুত তাদের মুক্তির দাবি করেছেন শাখা ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ।

তবে এ বিষয়ে কোনো তথ্য জানেন না বলে জানান নগরীর মতিহার থানার ওসি হাফিজুর রহমান।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ