এশিয়া একাদশে এখনও খেলোয়াড় চূড়ান্ত করেনি ভারত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যে দুটি টি-২০ ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মার্চে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় এশিয়া একাদশের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের চারজন ক্রিকেটারের নাম বিসিবিকে পাঠিয়েছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

তবে শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি নিশ্চিত করেছেন, এশিয়া একাদশে ভারতের কারা খেলবেন তা এখনও চূড়ান্ত করেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। মুজিববর্ষে এশিয়া একাদশের হয়ে খেলার জন্য কোন খেলোয়াড়দের পাঠানো হবে তা নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।

ভারতীয় ক্রিকেট কর্তা সৌরভ গাঙ্গুলি বলেন, মুজিববর্ষের প্রতিযোগিতা চলার সময় যারা ফ্রি থাকবে তাদের নিয়ে আমরা বিবেচনা করছি। সম্ভবত পাঁচজনের মতো ভারতীয় ক্রিকেটার ওই সময় ফ্রি থাকতে পারে।

কিন্তু টাইমস অব ইন্ডিয়া আগে প্রকাশিত তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, ভারতীয় ওপেনার শেখর ধাওয়ান, পেসার মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব মুজিববর্ষের এশিয়া একাদশে খেলবেন।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: