মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ

বাংলাদেশ দলের শ্রীলঙ্গা সফর স্থগিত হওয়ার পরদিনই নতুন একটি সফরসূচী পেয়েছে টাইগার বাহিনী। আগামী মার্চে নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাবে লাল সবুজের দল।

মঙ্গলবার আসন্ন গ্রীষ্মের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি ঘোষণা করেছে ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেডসি)। ওই সূচীতেই রাখা হয়েছে বাংলাদেশের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচের পৃথক দুটি সিরিজ। বাংলাদেশ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে গ্রীষ্মের ক্রিকেট সূচীতে স্থান দিয়েছে কিউইরা।

আগামী ১৩ মার্চ বাংলাদেশের সঙ্গে প্রথম ওয়ানডে ম্যাচ খেলবে কেইন উইলিয়ামসনের বাহিনী। প্রথম ওয়ানডে ম্যাচটি ডুনেডিনে অনুষ্ঠিত হলেও ১৭ ও ২০ মার্চের দুটি ম্যাচ হবে ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে।

এছাড়া ২৩ মার্চ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি নেপিয়ারে অনুষ্ঠিত হবে। পরে ২৬ মার্চ অকল্যান্ডে দ্বিতীয় টি-টোয়েন্টি এবং ২৮ মার্চ হ্যামিল্টনে শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

 

টাইমস/এসএন

Share this news on: