ফোর্বসের শীর্ষ ৩০ নারীনেত্রীর তালিকায় হিজাবি স্কেটার ‘জাহরা’

জাহরা লরি। বিশ্বের প্রথম হিজাবি স্কেটার। ফোর্বস ম্যাগাজিনে শীর্ষ ৩০ নারীনেত্রীর তালিকায় স্থান পেয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এই হিজাবি স্কেটার এখন এক জীবন্ত উদাহরণ। জাহরা লরির জন্ম ও বেড়ে ওঠা আবুধাবিতে।

মিডলইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী, এ অ্যাথলেট বলেছেন, মুসলিম নারীদের অনুপ্রেরণা দিতেই তিনি হিজাব পরে স্কেটিং করেছেন। ২০১৭ সালে তিনি আন্তর্জাতিক আসরে প্রথম নারী হিসেবে হিজাব পরে ফিগার স্কেটিং প্রতিযোগিতায় অংশ নেন।

২০১২ সালে ইতালিতে অনুষ্ঠিত ইউরোপিয়ান কাপ প্রতিযোগিতায় হিজাব পরে অংশ নেয়ায় বিচারকদের বাধার মুখে পড়েন জাহরা লরি। বিষয়টি নিয়ে সে সময় বেশ আলোচনা হলে ক্রীড়া পোশাক তৈরির প্রতিষ্ঠান নাইকি এ সমস্যা সমাধানে এগিয়ে আসে। তারা লরির জন্য বিশেষ পোশাক তৈরি করে দেয়। এরপর থেকে আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

আর তাই সফলতার স্বীকৃতি হিসেবে এ বছর ফোর্বস ম্যাগাজিনে অনূর্ধ্ব ৩০ শীর্ষ নারীনেত্রীর তালিকায় স্থান করে নিয়েছেন তিনি।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: