বাংলাদেশের শাকের এখন ‘যুক্তরাষ্ট্রের সাকিব’

যুক্তরাষ্ট্রের ক্রিকেট ক্যাম্পে ডাক পেয়েছেন বাংলাদেশি শাকের আহমেদ। সিলেটের ছেলে শাকের আহমেদ একজন অলরাউন্ডার। শাকের ব্যাট করেন বাঁ হাতে। বাঁ হাতে স্লো অর্থডক্স বল করেন তিনি। তাই শাকের আহমেদ হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের সাকিব আল হাসান।

দেশটির ডেট্রয়েট, মিশিগানসহ বিভিন্ন শহরে টি-২০ ক্রিকেটে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন এই বাংলাদেশি এই অলরাউন্ডার। আর তাই তিনি ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রাথমিক দলে।

যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড ‘ইউএসএ ক্রিকেট’ জানিয়েছে, অনুশীলনের জন্য ৪৪ সদস্যের প্রাথমিক দলে শাকের জায়গা পেয়েছেন। তার সামনে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে খেলার সুযোগ তৈরি হয়েছে।

জানা গেছে, শাকের আহমেদের বাড়ি বাংলাদেশের সিলেটে। ২০১০ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মাহমুদুল হাসানের নেতৃত্বে খেলেছিল বাংলাদেশ। ওই দলের সদস্য ছিলেন শাকের আহমেদ। বিশ্বকাপ শেষ করে ওই বছরই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শাকের আহমেদ। এখন তিনি মার্কিন নাগরিক। তবে দেশ ছাড়লেও, ক্রিকেট ছাড়েননি উদিয়মান এই অলরাউন্ডার।

 

টাইমস/এসএন

Share this news on: