উইন্ডিজকে ‘বাংলাওয়াশ’ করল টাইগাররা

হেসে খেলেই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল টিম টাইগার। তবে হোয়াইট ওয়াশের বাংলাদেশ ভার্সনের নাম ‘বাংলা ওয়াশ’। তাই অনেকেই হয়তো এটাই বলতে চাইবেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের সামনে পাত্তাই পেল না ক্যারিবীয়রা। ৩-০ ব্যবধানে শিরোপা জিতে নিয়েছে তামিম বাহিনী।

সোমবার (২৫ জানুয়ারি) সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ আতঙ্ক মাথায় নিয়ে বাংলাদেশের ছুড়ে দেয়া ২৯৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭৭ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ১২০ রানের বড় জয় পায় টাইগার বাহিনী।

এদিন মাহমুদউল্লাহ রিয়াদ (৬৪*), মুশফিকুর রহিম (৬৪), তামিম ইকবাল (৬৪) ও সাকিব আল হাসানের (৫১) রানের ওপর ভর করে বাংলাদেশ ক্যারিবীয়দের সামনে ২৯৭ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয়।

জবাবে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৭৭ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে সাইফুদ্দিন (৩), মেহেদী হাসান মিরাজ (২), মোস্তাফিজুর রহমান (২) সর্বোচ্চ উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন আহমেদ ও সৌম্য সরকার ১টি করে উইকেট শিকার করেন।

 

টাইমস/এসএন

Share this news on: