উইন্ডিজদের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেলেন যারা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৮ সদস্যের টেস্ট স্কোয়াডে নতুন মুখ তরুণ পেসার হাসান মাহমুদ। এর আগে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয় হাসান মাহমুদের।

বুধবার (৩ ফেব্রুয়ারি) থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। সিরিজের শেষ টেস্ট আগামী ১১ ফেব্রুয়ারি ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

টেস্ট দলে জায়গা পেলেন যারা- মুমিনুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম অনিক, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।

 

টাইমস/এসএন

Share this news on: