নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের মরদেহ উদ্ধার

বিমানসহ নিখোঁজের ১৫ দিন পর অবশেষে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালার মৃতদেহ।

তবে এখনো বিমানের পাইলট ডেভিড ইবটসনের মৃতদেহের সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে উদ্ধারকাজের সঙ্গে জড়িত থাকা ডরসেট পুলিশ।

২১ জানুয়ারি নতুন ক্লাবে যোগ দিতে ফ্রান্স থেকে ইংল্যান্ডের উড়োজাহাজ ধরেছিলেন এমিলিয়ানো সালা। ফ্রান্স ও কার্ডিফের মাঝে ইংলিশ চ্যানেল অতিক্রমের সময় সেটি বিধ্বস্ত হয়।

আর্জেন্টাইন স্ট্রাইকারকে বহনকারী উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল আগেই। তবে তাৎক্ষণিকভাবে সেটি উদ্ধার করা সম্ভব হয়নি।

অবশেষে বৃহস্পতিবার মরদেহ উদ্ধার করে পরীক্ষা–নিরীক্ষার পর নিশ্চিত করা হয়েছে সেই মৃতদেহ আর কারও নয়, আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালার।

ডরসেট পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মরদেহটি পোর্টল্যান্ড পোর্টে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই আমরা নিশ্চিত হতে পেরেছি সেটি পেশাদার ফুটবলার এমিলিয়ানো সালারই। আমরা সালা এবং পাইলট ইবটসনের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। তারাও আমাদের সহায়তা করছে। দুই পরিবারের জন্যই আমাদের সমবেদনা রয়েছে।

উল্লেখ্য, ফ্রেঞ্চ ক্লাব নঁতে থেকে ১৭ মিলিয়ন ইউরোর বদলে কার্ডিফ সিটিতে যোগ দিয়েছিলেন সালা। ২১ জানুয়ারি ফ্রান্স থেকে ইংল্যান্ডের পথে এক ইঞ্জিনবিশিষ্ট পাইপার ম্যালিবু উড়োজাহাজে চড়েন সালা।

বাজে আবহাওয়ার কারণে মাঝপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সেটি বিধ্বস্ত হয় ইংলিশ চ্যানেলে।

চলতি মাসেই আর্সেনালের বিপক্ষে অভিষেক হওয়ার কথা ছিল তার। কিন্তু তার আগেই পৃথিবীকে বিদায় বলে দিলেন এমিলিয়ানো সালা।

 

টাইমস/এএস/এক্স

Share this news on: