এক নজরে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস

ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে শুরু হয়েছে ক্রিকেট বিশ্বকাপ ২০১৯। এতে অংশ নিয়েছে সেরা ১০টি দল। আর সেনাপতির মতো সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়কেরাও। অন্যান্য যেকোনো খেলার চেয়ে ক্রিকেটের অধিনায়কত্ব অনেক গুরুত্বপূর্ণ। কারণ ক্রিকেটের অধিনায়কেরা দলকে বেশি প্রভাবিত করতে পারেন।

আসুন সংক্ষেপে জেনে নিই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিসের কথা।

ফ্রাঙ্কোইজ ‘ফাফ’ ডু প্লেসিস ১৩ জুলাই, ১৯৮৪ সালে দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন।

তিনি প্রিটোরিয়ার অত্যন্ত জনপ্রিয় সরকারি বিদ্যালয় আফ্রিকান্স হোয়ের সিয়ান স্কুলে পড়াশোনা করেছেন। এবি ডি ভিলিয়ার্স, জ্যাকুয়েস রুডল্ফ এবং হিনো কান তার সহপাঠী ছিলেন যারা পরবর্তীতে টাইটান্স ও দক্ষিণ আফ্রিকার পক্ষ হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

এছাড়াও প্লেসিস প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

খেলোয়াড়ি জীবন: নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে টোয়েন্টি২০ সিরিজে তাকে অধিনায়কত্ব প্রদানের কথা ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে টোয়েন্টি২০ আন্তর্জাতিকে পূর্ণাঙ্গ অধিনায়করূপে মনোনয়ন দেয়া হয়।

২০১২ সালের ফেব্রুয়ারিতে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হন প্লেসিস। চতুর্থ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে তিনি অভিষেকে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন তিনি।

 

টাইমস/এএইচ/জেডটি

Share this news on: