খুলনার হয়ে বিপিএল খেলবেন শেন ওয়াটসন (ভিডিও)

চলতি বছরের ডিসেম্বরে শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। এই আসরেই খুলনা টাইটান্সের হয়ে মাঠে নামতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শেন ওয়াটসন। এজন্য ওয়াটসনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে খুলনা টাইটান্স ফ্র্যাঞ্চাইজি।

বৃহস্পতিবার খুলনা টাইটান্সের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে ওয়াটসনের একটি ভিডিও বার্তাও পোস্ট করা হয়।

খুলনা তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ওয়াটসনকে নেওয়ার খবর নিশ্চিত করে জানিয়েছে, ‘গর্বের সঙ্গে শহরের নতুন টাইটানকে আপনাদের সামনে উপস্থাপন করছি। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন খুলনা টাইটান্সের সরাসরি বিদেশি চুক্তির একজন হিসেবে বিপিএলের ২০১৯-২০ মৌসুম খেলবেন।’

ভিডিওতে শেন ওয়াটসন বলেছেন, ‘বিপিএলের পরবর্তী আসরের জন্য খুলনা টাইটান্সে যোগ দিতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। বিপিএল এমন একটি টুর্নামেন্ট যেখানে আমি সবসময় খেলতে চেয়েছি। অবশেষে সেই সুযোগটি পেলাম। বাংলাদেশ সহ বিশ্বের অনেক নামকরা তারকারা বিপিএলে খেলে। আমার জন্য এটি বিশেষ কিছু হতে যাচ্ছে।’

তিনি আরো বলেছেন, ‘আমার জন্য আরেকটি বিশেষ বিষয় হচ্ছে, আমি আবার বাংলাদেশের দারুণ সব ফ্যানদের সামনে আবার ক্রিকেট খেলতে পারব। খুলনা টাইটান্সের কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্ট মিলে ভালো একটি দল সাজাচ্ছে। আশা করি, আমরা শিরোপা জিততে পারব।’

নিয়ম অনুযায়ী প্রতিটি দল সরাসরি দুইজন করে বিদেশি খেলোয়াড় কিনতে পারবে। তারই অংশ হিসাবে প্রথম খেলোয়াড় হিসাবে শেন ওয়াটসনকে দলে নিল খুলনা।

খুলনা টাইটান্স দলের ম্যানেজিং ডিরেক্টর কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘ওয়াটসনকে দলে ভেড়াতে পেরে আমরা রোমাঞ্চিত। তিনি একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। নিজ দেশের হয়ে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি অনেক শিরোপা জিতেছেন। তার অভিজ্ঞতা ও জয়ের মানসিকতা দলের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। আশা করি, শেন আমাদের শিরোপা জয়ের দিকে নিয়ে যাবে।’

২০১৬ ও ২০১৭ সালে টানা দুটি প্লে অফ খেলা খুলনা টাইটানস সর্বশেষ আসরে লিগ পর্বের বাধা উতরাতে ব্যর্থ হয়েছিল। ১২ ম্যাচে দুটি জয়ে সবার শেষ দল হয়ে ষষ্ঠ আসর শেষ করেছিল তারা। আগামী ডিসেম্বরে শুরু হওয়ার কথা টুর্নামেন্টের সপ্তম আসর। গতবারের ব্যর্থতা কাটিয়ে এবার প্রথম শিরোপা ঘরে তুলতে চায় তারা।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন : ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৭ Apr 20, 2024
img
পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ২৭ বস্তা টাকা Apr 20, 2024
img
মালয়েশিয়ায় শোষণের শিকার বাংলাদেশি শ্রমিকরা : জাতিসংঘ Apr 20, 2024
img
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল Apr 20, 2024
img
তীব্র তাপপ্রবাহ : প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ Apr 20, 2024
img
সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি Apr 19, 2024
img
বিশ্বের ১০০ প্রভাবশালীদের তালিকায় আলিয়া Apr 19, 2024
img
পালিয়ে আসা ২৮৫ জনকে ফেরত নিচ্ছে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী Apr 19, 2024
img
গ্রেপ্তারি পরোয়ানার শঙ্কায় নেতানিয়াহু, ইসরায়েলে জরুরি বৈঠক Apr 19, 2024
img
পালিয়ে বাংলাদেশে এলেন আরও ১১ বিজিপি সদস্য Apr 19, 2024