কর ও ভ্যাটের আওতা বাড়াতে হবে: চট্টগ্রামে এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, কর ও ভ্যাটের আওতা বাড়াতে হবে। গ্রামের অনেক ব্যবসায়ী করের আওতার বাইরে। ব্যবসায়ীদের অটোমেশনের আওতায় নিয়ে আসা হবে। সমুদ্রবন্দর ও বিমানবন্দরে স্ক্যানিং মেশিনের ওপরও জোর দিচ্ছে সরকার। 

বৃহস্পতিবার দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার আয়োজিত ২০১৯-২০২০ অর্থবছরের প্রাকবাজেট মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, দেশকে শিল্পায়নের দিকে এগিয়ে নিতে হলে দেশীয় শিল্পকে সুবিধা দিতে হবে। অতীতের মতো আসন্ন বাজেটেও দেশি শিল্পকে সুবিধা দেওয়া হলে বিনিয়োগ বাড়বে।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ৪ লাখ ৬৪ হাজার কোটি টাকার চলতি বাজেট। আগামী বাজেট প্রায় ৫ লাখ কোটি টাকা। স্মল ও মিডিয়াম ইন্ডাস্ট্রি দিয়ে শিল্পায়ন শুরু হয়েছে দেশে। পাশাপাশি বৃহৎ শিল্পও হচ্ছে। দেশীয় শিল্পকে গুরুত্ব দিতে হবে। এর ফলে মানুষ দেশীয় শিল্পায়নের দিকে ধাবিত হবে। নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং তরুণ উদ্যোক্তারা শিল্পের প্রতি আস্থাশীল হবে।

তিনি আরও বলেন, অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সরাসরি কোনও মেশিনারিজ বিদেশ থেকে আমদানি না করে অ্যাসেম্বলি করছি। ২০৫০ সালের দিকে গেলে আমরা বুঝতে পারবো শিল্পায়ন কতটুকু আমাদের এগিয়ে নিয়ে গেছে। তখন সেটি ফুটে উঠবে। আমরা পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসছি এবং নিজেদের অর্থায়নে কাজের চেষ্টা চালাচ্ছি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন - জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মাহমুদ ফিরোজ শাহ আলম, কানন কুমার রায়, মোহাম্মদ মেফতাহ উদ্দিন খান, মোহাম্মদ রেজাউল হাসান, সৈয়দ গোলাম কিবরিয়া। এর আগে স্বাগত বক্তব্য দেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি Apr 19, 2024
img
বিশ্বের ১০০ প্রভাবশালীদের তালিকায় আলিয়া Apr 19, 2024
img
পালিয়ে আসা ২৮৫ জনকে ফেরত নিচ্ছে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী Apr 19, 2024
img
গ্রেপ্তারি পরোয়ানার শঙ্কায় নেতানিয়াহু, ইসরায়েলে জরুরি বৈঠক Apr 19, 2024
img
পালিয়ে বাংলাদেশে এলেন আরও ১১ বিজিপি সদস্য Apr 19, 2024
img
কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন শেখ হাসিনা Apr 19, 2024
img
প্রধানমন্ত্রী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন : অর্থমন্ত্রী Apr 19, 2024
img
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে গেল বাস, প্রাণ গেল প্রকৌশলীর Apr 19, 2024
img
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি Apr 19, 2024
img
৩টি ড্রোন ধ্বংস করল ইরান, ইসফাহানের পারমাণবিক স্থাপনা নিরাপদ Apr 19, 2024