এসডিজি বাস্তবায়নে অর্থবহ সুবিধা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্ব বাণিজ্যে বাংলাদেশ সফলভাবে এগিয়ে যাচ্ছে। ২০২৪ সালে এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে পরিণত হতে এবং এসডিজির লক্ষ্যগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য বিশ্ববাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশের অর্থবহ সুবিধা প্রয়োজন।

শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) বাংলাদেশের ট্রেড পলিসি রিভিউ কমিটির সমাপনী বৈঠকে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি। শনিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সভায় টিপু মুনশি বলেন, আমদানি-রপ্তানি সুবিধা বৃদ্ধির জন্য সমুদ্রবন্দরগুলো সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হচ্ছে। ইতোমধ্যে বন্দরের কাজ করার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বেশ কয়েকটি নতুন সমুদ্রবন্দর গড়ে তোলা হয়েছে। সড়ক পথ সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হয়েছে। এখন দ্রুততম সময়ের মধ্যে পণ্য পরিবহন সম্ভব।

তিনি আরও বলেন, বিশ্ববাণিজ্য সংস্থার বাণিজ্যনীতি বাস্তবায়নের আগ্রহ এবং সদস্য দেশগুলোর সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশকে আরও উৎসাহিত করেছে। সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দ্রুত অগ্রগামী পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশকে অন্যতম উল্লেখ করেছে এবং এ বছর জিডিপি ৮ ভাগেরও বেশি অর্জিত হবে বলে জানিয়েছে। বাংলাদেশ এখন দ্রুত এগিয়ে যাচ্ছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আর প্রাকৃতিক দুর্যোগ আক্রান্ত ও দরিদ্র দেশের রোল মডেল নয়, এখন একটি সম্ভাবনাময় দেশ। বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে উন্নয়নের রোল মডেল, বিশ্ব সভায় তা স্বীকৃত। দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার আন্তরিকতার সঙ্গে সফলভাবে কাজ করে যাচ্ছে।

ডব্লিউটিও ট্রেডপলিসি রিভিউ বডির চেয়ারম্যান অ্যাম্বাসেডর টিহাংকির সভাপতিত্বে সভায় অ্যাম্বাসেডর ডি রোবার্তো, বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে সভায় বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম, জেনেভায় বালাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি শামীম এম আহসান, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মুনির চৌধুরীসহ ১৬ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

টাইমস/এএস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
টাইগার শ্রফের সঙ্গে বলিউডে অভিষেক কীর্তি শেট্টির Jan 01, 2026
img
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর ও চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ Jan 01, 2026
img
পোলকা ডটের পোশাকে নজর কাড়ল বলিউড অভিনেত্রীরা Jan 01, 2026
img
‘ডন ৩’-এ রণবীরের বিদায়ের পর হৃত্বিকের সম্ভাবনা ! Jan 01, 2026
img
মধ্যপ্রাচ্যে নিষেধাজ্ঞায়, তবুও বিশ্ববাজারে অপ্রতিরোধ্য ‘ধুরন্ধর’ Jan 01, 2026
img
জানুয়ারি ২০২৬: সুপারস্টারদের ভিড়ে রেকর্ড গড়ার লড়াই ! Jan 01, 2026
img
মথুরায় অভিনেত্রী সানি লিওনের নববর্ষের অনুষ্ঠান বাতিল Jan 01, 2026
img
মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশিসহ ১৬৩ অভিবাসী আটক Jan 01, 2026
img
২ দশকে ভারতীয় সিনেমার মোড় ঘোরানো ৩ ছবি Jan 01, 2026
img
গোপন মিটিং করলে ‘দিল্লি না ঢাকা’ স্লোগানের মাহাত্ম্য থাকে, প্রশ্ন তারেকের Jan 01, 2026
খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষ Jan 01, 2026
জানাজায় এসে খালেদা জিয়াকে নিয়ে যা বললেন মঞ্চ-২৪ এর আহবায়ক Jan 01, 2026
img
নববর্ষে আবেগ ছড়াল দেশপ্রেমের ছবি ‘ইক্কিস’ Jan 01, 2026
img
ভারতের শোকবার্তা রাষ্ট্রীয়ভাবে প্রত্যাখ্যানের দাবি ডাকসু নেতার Jan 01, 2026
খালেদা জিয়ার প্রয়াণে ভারতের জলপাইগুড়িতে শোকের ছায়া Jan 01, 2026
খালেদা জিয়ার স্মৃতিচারণ করে যা বললেন বিএনপি নেতা কাইয়ুম Jan 01, 2026
বিশ্ব স্বীকৃত আপোষহীন নেত্রী বাংলাদেশের অহংকার Jan 01, 2026
চিরনিদ্রায় আপসহীন নেত্রী, রেকর্ড জনসমুদ্র Jan 01, 2026
img
ইউক্রেনে রাশিয়ার জয় আসবেই, নববর্ষের ভাষণে পুতিন Jan 01, 2026
আরিয়ানের নাম জড়ালেই আলোচনায় লারিসা Jan 01, 2026