প্লেসমেন্ট শেয়ারধারীর সংখ্যা ৫০ জনে সীমিত রাখতে চায় ডিএসই

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আগে প্লেসমেন্ট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানির মূলধন বাড়ানোর ক্ষেত্রে প্লেসমেন্ট শেয়ারধারণকারীর সংখ্যা ৫০-এ সীমাবদ্ধ রাখতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে প্রস্তাব দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একই সঙ্গে মোট ইস্যুকৃত শেয়ারের ২৫ শতাংশের বেশি প্লেসমেন্ট শেয়ার ইস্যু না করার পাশাপাশি প্রাইভেট প্লেসমেন্ট ধারণকারীদের ক্ষেত্রে লেনদেন শুরুর তারিখ থেকে এক বছরের লকইন পিরিয়ড আরোপ করাসহ পুঁজিবাজার উন্নয়নে বেশকিছু প্রস্তাব দিয়েছে এক্সচেঞ্জটি।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে বিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনের কাছে প্রতিবেদন আকারে এই প্রস্তাবগুলো তুলে ধরেন ডিএসইর পরিচালক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া।

অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে, লোকসানি স্বল্প মূলধনি কোম্পানির ক্ষেত্রে সার্কিট ব্রেকার তুলে দিতে হবে, যাতে কেউ অনৈতিক সুবিধা নিতে না পারে।


পুঁজিবাজারে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির তালিকাভুক্তি নিশ্চিত করার জন্য সরকারি কোম্পানিগুলোকে বাজারে নিয়ে আসতে সরকারের পাশাপাশি বিএসইসিকে উদ্যোগ নিতে হবে।
এছাড়া বিদ্যুৎ খাত, এলএনজি টার্মিনাল ও বড় আকারের অবকাঠামো প্রকল্পের অনুমোদন দেয়ার সময় স্টক এক্সচেঞ্জে এর ৩০ শতাংশ শেয়ার ছাড়ার বিষয়টি বাধ্যতামূলক করা। পাশাপাশি দেশে ব্যবসা করা বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসতে বিএসইসিকে উদ্যোগ নেয়ার প্রস্তাব দিয়েছে ডিএসই।

এর আগে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও তাদের সাবসিডিয়ারি কোম্পানিগুলোর পুঁজিবাজার এক্সপোজার গণনার ক্ষেত্রে ছাড় দেয়াসহ আইসিবিকে একক গ্রাহক ঋণসীমা ও এক্সপোজারের আওতার বাইরে রাখতে কেন্দ্রীয় ব্যাংকে কিছু প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু সেগুলো এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। তাই এ বিষয়গুলো বাস্তবায়নের জন্য বিএসইসিকে উদ্যোগ নেয়ার অনুরোধ জানিয়েছে ডিএসই। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ স্থানে ব্রোকারেজ হাউজগুলোর বুথ ও শাখা অফিস খোলার অনুমোদন দেয়ার প্রস্তাব দিয়েছে ডিএসই।

এসময় উপস্থিত ছিলেন, বিএসইসির কমিশনার অধ্যাপক হেলাল উদ্দীন নিজামী, অধ্যাপক ড. স্বপন কুমার বালা ও খন্দকার কামালুজ্জামান এবং ডিএসসির মিনহাজ মান্নান ইমন, শরীফ আতাউর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান।

 

টাইমস/এমএএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
জুনের মধ্যেই ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী Mar 29, 2024
img
বাজারে বেড়েছে মাংসের দাম, সবজিতে স্বস্তি Mar 29, 2024
img
বিএনপির ৮০ ভাগ নিগৃহীত নেতাদের তালিকা দিতে হবে : ওবায়দুল কাদের Mar 29, 2024
img
জায়েদ খানের নায়িকা হচ্ছেন টালিউডের পূজা ব্যানার্জি Mar 29, 2024
img
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান Mar 29, 2024
img
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ Mar 29, 2024
img
দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ Mar 29, 2024
img
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড Mar 28, 2024
img
দূষণের কারণে বছরে পৌনে ৩ লাখ বাংলাদেশির মৃত্যু Mar 28, 2024
img
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ এখন কত, জানালো বাংলাদেশ ব্যাংক Mar 28, 2024