নয় মাসে ১৭ কোম্পানির মুনাফা বেড়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৭ কোম্পানির ২০১৮-১৯ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) ২ হাজার ৮৫১ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা করেছে।  এর মধ্যে বিদ্যুৎ খাতের নয়টি এবং জ্বালানি খাতের আটটি কোম্পানি রয়েছে। 
 
কোম্পানিগুলোর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই তথ্য পাওয়া যায়।
 
চলতি অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিগুলো প্রথম তিন প্রান্তিকে মোট রাজস্ব আয় করে ২২ হাজার ৩০১ কোটি টাকা। এর মধ্যে বিদ্যুৎ খাতের নয় কোম্পানির রাজস্ব আয়  ৯ হাজার ৪২৭ কোটি টাকা, আর জ্বালানি খাতের ৮ কোম্পানির রাজস্ব আয় হয়েছে ১২ হাজার ৮৭৪ কোটি টাকা। 
 
২০১৭-১৮ অর্থবছরের একই সময়ে বিদ্যুৎ খাতের কোম্পানিগুলো ৭ হাজার ৬৮৪ কোটি টাকা এবং জ্বালানি খাতের কোম্পানিগুলোর ১২ হাজার ৭৮৫ কোটি টাকা রাজস্ব আয় করেছিল। সে হিসেবে এক বছরের ব্যবধানে বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর রাজস্ব আয় বেড়েছে ১ হাজার ৭৪২ কোটি টাকা বা ২২ দশমিক ৬৭ শতাংশ। আর জ্বালানি খাতের কোম্পানিগুলোর রাজস্ব আয় বেড়েছে ৮৯ কোটি টাকা বা দশমিক ৭০ শতাংশ।
 
রাজস্ব বাড়ার কারণে কর-পরবর্তী মুনাফাও বেড়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর। চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৭ কোম্পানির কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ২ হাজার ৮৫১ কোটি টাকা। এর মধ্যে বিদ্যুৎ খাতের নয়টি কোম্পানির মুনাফা হয়েছে ১ হাজার ৮০১ কোটি টাকা, আর জ্বালানি খাতের আট কোম্পানির মুনাফা হয়েছে ১ হাজার ৪৯ কোটি টাকা। 
 
২০১৭-১৮ অর্থবছরের একই সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর মুনাফা ছিল ২ হাজার ২৩৩ কোটি টাকা। এর মধ্যে বিদ্যুৎ খাতের কোম্পানিগুলো ১ হাজার ২৪০ কোটি এবং জ্বালানি খাতের কোম্পানিগুলো ৯৯৩ কোটি টাকা মুনাফা করেছিল। সে হিসেবে এক বছরের ব্যবধানে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর কর-পরবর্তী মুনাফা বেড়েছে ৬১৭ কোটি টাকা বা ২৭ দশমিক ৬৫ শতাংশ। 
 
এর মধ্যে বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর মুনাফা বেড়েছে ৫৬১ কোটি টাকা বা ৪৫ দশমিক ২৯ শতাংশ এবং জ্বালানি খাতের কোম্পানিগুলোর মুনাফা বেড়েছে ৫৬ কোটি টাকা বা ৫ দশমিক ৬৪ শতাংশ।
 
বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৯৩ দশমিক ৫৩ শতাংশ রাজস্ব আয় বেড়েছে সামিট পাওয়ারের। ২০১৮-১৯ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির রাজস্ব আয় হয়েছে ২ হাজার ৩৮৮ কোটি টাকা, ২০১৮ সালের একই সময়ে ছিল ১ হাজার ২৩৪ কোটি টাকা। 
 
সামিট করপোরেশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ফয়সাল খান  বলেন, গাজীপুরের কড্ডার দুটি বিদ্যুৎকেন্দ্র থেকে ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হওয়ার সুবাদে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে আমাদের রাজস্ব ও মুনাফায় ভালো প্রবৃদ্ধি হয়েছে।
 
৮৬ দশমিক ৫৪ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি হয়ে দ্বিতীয় অবস্থানে আছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ইউপিজিডিএল)। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির রাজস্ব আয় হয়েছে ৮৪৬ কোটি টাকা, যা ২০১৮ সালের একই সময়ে ছিল ৪৫৩ কোটি টাকা।
 
প্রবৃদ্ধির বিষয়ে ইউপিজিডিএল এর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ইবাদত হোসেন ভূইয়া বলেন,  আমরা সব সময় ফান্ডামেন্টাল, গ্রোথ ও ডিভিডেন্ড পে আউট—এ তিনটি জিনিসকে গুরুত্ব দিয়ে থাকি, যাতে করে শেয়ারহোল্ডাররা ভালো রিটার্ন পান। আমাদের বিদ্যুৎকেন্দ্রগুলোর মেইনটেন্যান্স এমনভাবে করে থাকি, যাতে করে এখান থেকে সর্বোচ্চটা পাওয়া যায়। পাশাপাশি দক্ষতার সঙ্গে আমরা ব্যয় নিয়ন্ত্রণ করছি। এসব কারণে আমাদের রাজস্ব ও মুনাফায় ভালো প্রবৃদ্ধি হয়েছে।
 
বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত আরেক কোম্পানি বারাকা পাওয়ারের রাজস্ব আয় ২০১৮-১৯ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ১৬ দশমিক ১৪ শতাংশ বেড়ে ৩০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। আর এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা ৯ দশমিক ১৪ শতাংশ কমে ৩৪ কোটি টাকা হয়েছে।
 
চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিক শেষে বিদ্যুৎ সঞ্চালন কোম্পানি পাওয়ার গ্রিডের রাজস্ব আয় দাঁড়িয়েছে ১ হাজার ২৬৮ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ হাজার ১৩৬ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির রাজস্ব আয় বেড়েছে ১১ দশমিক ৬৩ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফার পরিমাণ ছিল ২৬৭ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৪ দশমিক ৬৫ শতাংশ বেশি।
 
বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডেসকোর রাজস্ব আয় চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ২৫ শতাংশ বেড়ে ২ হাজার ৮৭৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ৭৮ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১০ দশমিক ৯০ শতাংশ বেশি।
 
ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের রাজস্ব আয় হয়েছে ৫১১ কোটি টাকা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৪৭৭ কোটি টাকা। সে হিসেবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির রাজস্ব আয় বেড়েছে ৭ দশমিক ১৯ শতাংশ। তবে রাজস্ব আয় বাড়লে আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৯৩ শতাংশ কমে ৬২ কোটি টাকায় দাঁড়িয়েছে।
 
ডরিন পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোস্তফা মইন বলেন, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে আমাদের বিদ্যুৎ উৎপাদন কম হওয়ার কারণে মুনাফা আগের বছরের তুলনায় কমে গেছে। তবে বছরের শেষ প্রান্তিকে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মুনাফাও বাড়বে বলে আশা করছি।
 
জিবিবি পাওয়ারের রাজস্ব আয় চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ২৫ শতাংশ বেড়ে ৪১ কোটি টাকায় দাঁড়িয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা হয়েছে ৭ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫ কোটি টাকা। সে হিসেবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৩১ দশমিক ৪৫ শতাংশ।
 
শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের (এসপিসিএল) রাজস্ব আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৫৩ শতাংশ বেড়ে ৫৪৪ কোটি টাকা হয়েছে। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা ছিল ৫৯ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৩৮ শতাংশ কম।
 
তবে আয় ও কর-পরবর্তী মুনাফা দুটোই কমেছে খুলনা পাওয়ারের। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির রাজস্ব আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ৩০ শতাংশ কমে ৬৪৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। এ সময়ে কর-পরবর্তী মুনাফা আগের বছরের তুলনায় ১৬ দশমিক ৫৮ শতাংশ কমে ১২২ কোটি টাকা হয়েছে।
 
এদিকে জ্বালানি খাতের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১৮ দশমিক ৩২ শতাংশ রাজস্ব আয় বেড়েছে এমজেএলবিডির। ২০১৮-১৯ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির রাজস্ব আয় হয়েছে ১ হাজার ৬১৫ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ হাজার ৩৬৫ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৬৬ শতাংশ কমে ১৫৭ কোটি টাকায় দাঁড়িয়েছে।
 
মেঘনা পেট্রোলিয়ামের রাজস্ব আয় চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৯২ শতাংশ বেড়ে ১৮৭ কোটি টাকা হয়েছে। এ সময়ে কোম্পানিটির মুনাফা আগের তুলনায় ১৮ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ২৩৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।
 
চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে সিভিও পেট্রোকেমিক্যালের রাজস্ব আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ২৫ শতাংশ বেড়ে ৫৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের তুলনায় ১০০ শতাংশ বেড়ে ৫২ লাখ টাকা হয়েছে।
 
জ্বালানি খাতের কোম্পানিগুলোর মধ্যে পদ্মা অয়েল, তিতাস গ্যাস, ইস্টার্ন লুব্রিক্যান্টস, ইন্ট্রাকো রিফুয়েলিং ও যমুনা অয়েলের রাজস্ব কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৭৫ দশমিক ২৩ শতাংশ রাজস্ব কমেছে ইস্টার্ন লুব্রিক্যান্টসের। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির রাজস্ব আয় হয়েছে ৬ কোটি ৮২ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৭ কোটি ৫৩ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা আগের বছরের একই সময়ে তুলনায় ৯২ দশমিক ৯১ শতাংশ কমে ২ লাখ টাকায় দাঁড়িয়েছে।
 
ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের রাজস্ব আয় চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১৩ শতাংশ কমে ৮১ কোটি টাকায় দাঁড়িয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৯ দশমিক ৬৫ শতাংশ বেড়ে ৬ কোটি ৯ লাখ টাকায় দাঁড়িয়েছে।
 
চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে যমুনা অয়েলের রাজস্ব আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ২০ শতাংশ কমে ১১৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ১৫ শতাংশ কমে ১৭৪ কোটি টাকা হয়েছে।
 
পদ্মা অয়েলের রাজস্ব আয় ২০১৮-১৯ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ১ দশমিক ১১ শতাংশ কমে ১৯৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা ৬ দশমিক ৪৯ শতাংশ বেড়ে ১৯৩ কোটি টাকা হয়েছে।
 
তিতাস গ্যাসের রাজস্ব আয় চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিক শেষে ১০ হাজার ৬২০ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১০ হাজার ৭৬২ কোটি টাকা। সে হিসেবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির রাজস্ব কমেছে ১ দশমিক ৩২ শতাংশ। আলোচ্য সময়ে তিতাস গ্যাসের কর-পরবর্তী মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ২৬ শতাংশ বেড়ে ২৮৪ কোটি টাকায় দাঁড়িয়েছে।
 
 
 
 
টাইমস/এএইচ/এসআই
 

Share this news on:

সর্বশেষ

img
ঢাকায় রাতের আকাশে বজ্রসহ বৃষ্টির আভাস Sep 13, 2025
img
শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ Sep 13, 2025
img
বাংলাদেশ থেকে আরও এলিট আম্পায়ার তৈরির আশা সৈকতের Sep 13, 2025
img

রাকসু নির্বাচন ২০২৫

ভিপি পদের মনোনয়ন প্রত্যাহার করলেন রাবি ছাত্রদল নেতা Sep 13, 2025
img
ইবিতে বাস ভাঙচুরের ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার Sep 13, 2025
img
দীর্ঘদিন গণতন্ত্র না থাকায় অনেকের মধ্যে অসহিষ্ণুতা জন্ম নিয়েছে: তারেক রহমান Sep 13, 2025
img
বজ্রপাতে শর্ট সার্কিট, পুড়ে ছাই তুলা কারখানা Sep 13, 2025
img
৫ আগস্টের পর বাজারে সাপ্লাই ঠিক রাখা চ্যালেঞ্জ ছিল : বাণিজ্য উপদেষ্টা Sep 13, 2025
img
বিপুল পরিমাণ ২ টাকার নোট জব্দ Sep 13, 2025
img
নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই শান্তির পথে নেপাল Sep 13, 2025
img
জনগণ সত্যের পক্ষে রায় দিলে ৫ বছরেই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়া সম্ভব: জামায়াতে আমির Sep 13, 2025
img
মোহামেডানের হয়ে জেতা পুরস্কার আবাহনীর জার্সিতে নিলেন দিয়াবাতে Sep 13, 2025
img

ভিপি জিতু, জিএস মাজহার

জাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ভূমিধস জয় Sep 13, 2025
img
ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে: মৎস্য উপদেষ্টা Sep 13, 2025
img
সব ভুলে ক্রিকেটকে উপভোগ করার পরামর্শ দিয়েছেন ওয়াসিম আকরাম Sep 13, 2025
img
রাত পোহালেই শুরু হচ্ছে এনসিএল টি-টোয়েন্টি Sep 13, 2025
বিলাসিতা করা কি নাজায়েজ? | প্রশ্নোত্তর Sep 13, 2025
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড, লিটনের সামনে বড় সুযোগ Sep 13, 2025
img
শুভর সঙ্গে বিদেশ ভ্রমণে অন্তরা! Sep 13, 2025
img
ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত Sep 13, 2025