কর অফিস আগামী শুক্র-শনিবার খোলা

করদাতাদের সুবিধার্থে রিটার্ন জমা দেয়ার জন্য আগামী শুক্র ও শনিবার দেশের সব কর অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নভেম্বরের শেষ দিন সরকারি ছুটির কারণে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়ানো হয়েছে।

এনবিআর কর্মকর্তারা জানান, এ মাসের শেষ দিন পর্যন্ত কর অঞ্চল ও সার্কেল অফিসগুলোতে আয়কর মেলার সব সুবিধা পাওয়া যাবে।

কর্মকর্তারা বলছেন, আয়কর সপ্তাহ পালন না হলেও কর অফিসগুলোতে মেলার সব সুবিধা পাওয়া যাচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড সূত্র জানায়, আয়কর মেলায় যে পরিবেশে রিটার্ন দেয়া হয়েছে, একই রকমের সুবিধা কর অঞ্চলগুলোতেও পাওয়া যাবে।

২২ নভেম্বর থেকে দেশের কর অঞ্চল ও সার্কেল অফিসগুলোতে কর সেবা নিচ্ছেন করদাতারা। রাজধানীর প্রতিটি কর অঞ্চলের সার্কেল অফিসগুলোতে ছিল করদাতাদের উপচেপড়া ভিড়। অনেক অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত রিটার্ন জমা দিতে পেরে খুশি করদাতারা।

Share this news on: