সিম্ফনির দ্বিতীয় কারখানা বঙ্গবন্ধু হাইটেক পার্কে

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক পার্ক। সেখানে স্থাপন করা হবে সিম্ফনি মোবাইল ফোনের দ্বিতীয় কারখানা। কারাখানাটি স্থাপনের জন্য ৫ দশমিক ১৬ একর জমির বরাদ্দ দেয়া হয়েছে।

কারখানাটি স্থাপন করবে এডিসন গ্রুপ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও এডিসন গ্রুপের মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয়েছে।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম ও এডিসন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রসঙ্গত, চলতি বছরের ২৩ সেপ্টেম্বর সাভারের জিরাবোতে সিম্ফনির প্রথম কারখানাটি চালু হয়েছে।

Share this news on: