সিঙ্গাপুরে জাহাজ নির্মাণ কারখানায় বাংলাদেশির মৃত্যু

সিঙ্গাপুরে জাহাজ নির্মাণ কারখানায় একটি ফর্ক লিফটের আঘাতে বাংলাদেশি এক শ্রমিক নিহত হয়েছেন।

নিহতের নাম জিল্লুর রহমান (৩০)। রোববার এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় এই বাংলাদেশি শ্রমিক বিনয় রোডে এশিয়া প্যাসিফিক শিপইয়ার্ডে কাজ করছিলেন। আরেকজন ভারতীয় কর্মী স্লিপওয়ের পাশে একটি ফর্ক লিফট দিয়ে রঙের মালামাল বহন করছিলেন। তিনি ফর্ক লিফটের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। ফর্ক লিফট স্লিপওয়েতে ঢুকে পড়ে জিল্লুর রহমানকে আঘাত করে। দুর্ঘটনায় পর জিল্লুরকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়ের (এমওএম) এক বিবৃতিতে এসব তথ্য দেয়া হয়।

এমওএম জানায়, জিল্লুর রহমান চেই জু মেরিন প্রাইভেট লি. কোম্পানির কর্মী ছিলেন। চেই জু মেরিন প্রাইভেট লি. কোম্পানি তাকে আউটসোর্সিং কর্মী হিসেবে এশিয়া প্যাসিফিক শিপইয়ার্ডে কাজে পাঠায়। এই ঘটনায় সিঙ্গাপুর পুলিশ ভারতীয় কর্মী রাজেন্দ্রকে (৪৩) গ্রেপ্তার করেছে। এমওএম ও সিঙ্গাপুর পুলিশ ঘটনা তদন্ত করছে এবং এশিয়া প্যাসিফিক শিপইয়ার্ডে সব কাজ বন্ধ রয়েছে।

 

টাইমস/এসআই

Share this news on: