মানুষের গড় আয়ু বাড়ছে

নতুন এক গবেষণায় দেখা গেছে, মানুষের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে। যেখানে এর আগে বিভিন্ন গবেষণা মানুষের আয়ু কমছে বলে আভাস দিয়েছিল। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে যে, মানুষের আয়ুষ্কাল প্রতি প্রজন্মে গড়ে তিন বছর করে বৃদ্ধি পাচ্ছে।

বিগত পঞ্চাশ বছরের আয়ুষ্কাল বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, যারা ৬৫ বছর বা তার বেশি বেঁচে থাকেন তাদের আয়ু তাদের বাবা-মার চেয়ে বেশি হয়ে থাকে।

পিএনএএস জার্নালে প্রকাশিত গবেষণাটিতে ১৯৬০ থেকে ২০১০ পর্যন্ত ৬৫ ঊর্ধ্ব জনসংখ্যার জন্ম ও মৃত্যুহার বিশ্লেষণ করে এই ফলাফল পাওয়া গেছে।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক শ্রীপদ তুলজাপুর্কার বলেন, ‘মৃত্যুর সুনির্দিষ্ট সময় নেই। তবে বর্তমান তথ্য বলছে, আমরা আগের চেয়ে দীর্ঘদিন বেঁচে থাকার আশা করতে পারি। কারণ এটা কমে যাওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না।’

গবেষণায় বলা হয়, যারা ৬৫ বছর বা তার বেশি বেঁচে থাকেন তাদের আয়ু প্রতি ২৫ বছর পর তিন বছর করে বৃদ্ধি পাচ্ছে। তারা তাদের দাদা-দাদির থেকে কমপক্ষে ছয় বছর বেশি বাঁচার প্রত্যাশা করতে পারেন।

যে ২০টি দেশের উপর গবেষণা করা হয়েছে, তাতে দেখা গেছে, দেশগুলোতে ৫০ বছর ধরে আয়ুষ্কাল বৃদ্ধির এই প্রবণতা অব্যাহত রয়েছে।

নিকটবর্তী অন্য দশকগুলোতেও এই বৃদ্ধির ধারা অব্যাহত ছিল বলে গবেষণায় উল্লেখ করা হয়।

Share this news on: