জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন, নিহত ১

জাপানে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় (টাইফুন) হাগিবিস আঘাত হেনেছে। স্থানীয় সময় আজ শনিবার বিকালে ঝড়টি আঘাত হানে। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ভূমিধসের আশঙ্কা রয়েছে। এর প্রভাবে জাপানে একজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে বিবিসির খবরে বলা হচ্ছে।

খবরে বলা হয়, ঝড়ের প্রভাবে কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে। বিপুলসংখ্যক ঘরবাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, হাগিবিসের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার। এতে আরও এলাকা প্লাবিত হতে পারে এবং ব্যাপক হারে ভূমিধসের আশঙ্কা রয়েছে।

ঝড়ের ঝুঁকির কথা উল্লেখ করে আগে থেকেই প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। ঝুঁকিতে থাকা এলাকাগুলো থেকে লোকজন সরিয়ে নেয়া হয়েছে। ব্যাপক প্রচারের কারণে অনেকে খাবার মজুত করে রেখেছেন। এতে বড় বড় দোকান ও বিপণিবিতানে পণ্য কম দেখা গেছে। দোকানপাট ও কারখানা বন্ধ রাখা হয়েছে। বিমানের নির্ধারিত ফ্লাইট ও ট্রেনের সময়সূচি স্থগিত করা হয়েছে। জাপানে চলমান রাগবি ওয়ার্ল্ড কাপের কিছু খেলা ও ফর্মুলা ওয়ান মোটর প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে।

 

টাইমস/এসআই

Share this news on: