পাখির আঘাতে ভারতের মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত

পাখির আঘাতে ভারতীয় নৌ বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার গোয়া শহরে প্রশিক্ষণ চলাকালে মিগ ২৯ কে বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গোয়ার দাবোলিম থেকে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই পাখির সঙ্গে ধাক্কা খায়। এতে বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। এরপর বিমান থেকে ঝাঁপ দিয়ে নিজেদের রক্ষা করেন বিমানের দুই পাইলট- ক্যাপ্টেন এম শেওখান্দ ও লেফটেন্যান্ট কমান্ডার দীপক যাদব।

ভারতীয় নৌ বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, শনিবার সকাল ১১টা ৪৫ মিনিটে দাবোলিমের হানসা বিমান ঘাঁটি থেকে দুই সিটের মিগ-২৯ কে এয়ারক্র্যাফটি উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরে পাখির সঙ্গে ধাক্কা খায় বিমানটি। এতে বিমানের ডান পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে বাম পাশের ইঞ্জিনও অকেজো হয়ে পড়ে।

গত কয়েক বছরে বেশ কয়েকবার ভেঙে পড়েছ ভারতের মিগ যুদ্ধবিমান। ৮৭২টি বিমানের মধ্যে অর্ধেকেরও বেশি হয়েছে নষ্ট। নভেম্বর পর্যন্ত চলতি বছরে এই ধরনের দুর্ঘটনায় ভারত মোট ১১টি এয়ারক্রাফট হারিয়েছে।

 

টাইমস/এসআই

Share this news on: