আকাশে হার্টঅ্যাটাকে পাইলটের মৃত্যু; অতঃপর...

রাশিয়ার বিমান সংস্থা এরোফ্লোটের যাত্রীবাহী একটি বিমান চালানোর সময় মাঝ আকাশে হার্ট অ্যাটাকে পাইলটের মৃত্যু হয়েছে। তবে বিমানটি নিরাপদে অবতরণ করে।

রোববার সকাল ৮টা ২০ মিনিটে বিমানটি মস্কোর শ্রেমেটিভো বিমানবন্দর থেকে উড্ডয়নের পর মাঝ আকাশে পাইলটের হার্ট অ্যাটাক হয়।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ বলেছে, ওই পাইলটের হার্ট অ্যাটাক হওয়ার পর অন্য ক্রুরা জরুরি চিকিৎসার জন্য কাছের বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণের অনুমতি চান। অনুমতি মেলার পর বিমানটি অবতরণের সময়ই ওই পাইলট মারা যান।

ব্রিটিশ দৈনিক ডেইলি মিরর বলছে, এরোফ্লোটের ফ্লাইট এসইউ১৫৪৬ বিমানটি পরিচালনা করছিলেন ৪৯ বছর বয়সী ওই পাইলট। মস্কো থেকে যাত্রী নিয়ে বিমানটি আনাপা শহরের উদ্দেশে যাত্রা করেছিল। উড্ডয়নের পর মাঝ আকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পাইলট।

পরে প্লাটভ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এয়ারবাস-৩২০ বিমানটি জরুরি অবতরণ করে। কিন্তু ততক্ষণে না ফেরার দেশে চলে যান পাইলট।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: