পার্ল হারবারে দুজনকে গুলি করে হত্যার পর নৌসেনার আত্মহত্যা  

যুক্তরাষ্ট্রের পার্ল হারবার সেনা ঘাঁটিতে নৌবাহিনীর এক সেনাসদস্যের গুলিতে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। এর পর হত্যাকারী নিজেও আত্মহত্যা করেছেন।

বুধবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় হাওয়াই দ্বীপের হনুলুলুর কাছে অবস্থিত সেনা ক্যাম্পে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে।

তবে হামলাকারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত তিনজনই বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মী।

কর্মকর্তারা জানিয়েছেন, ওই বন্দুকধারী আত্মহত্যার আগে তৃতীয় একজন কর্মীকেও গুলি করেছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।

কী কারণে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। হনুলুলু থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত পার্ল হারবার-হিক্যাম যৌথ ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনীর সম্মিলিত স্থাপনা রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনা ঘটার প্রায় দুই ঘণ্টা পর্যন্ত ওই ঘাঁটি বন্ধ করে রাখা হয়েছিল।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ