মার্কিন ভোটারদের তথ্য ইরান-রাশিয়ার হাতে : ইমেইলে হুমকি

মার্কিন মুলুকের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। যুক্তরাষ্ট্র দাপিয়ে বেড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। করোনার কারণে সরাসরি প্রচারণার চেয়ে এবার ভার্চুয়াল মাধ্যমে নির্বাচনী প্রচারণা বেশি হচ্ছে। চলছে নানা সমীকরণ।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক উগ্র শ্বেতাঙ্গদের গ্রুপ ‘প্রাউড বয়েজ’ প্রতিপক্ষ ডেমোক্রেট সমর্থকদের ই-মেইল পাঠিয়ে হুমকি দিচ্ছে বলে অভিযো উঠেছে।

দেশটির পেনসিলভানিয়া, আরিজোনা, আলাস্কা ও ফ্লোরিডায় পাঠানো ওইসব মেইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেয়ার জন্য ভোটারদের সতর্ক করে দেয়া হয়েছে। ট্রাম্পকে ভোট না দিলে পরিস্থিতি ভালো হবে না বলেও ওইসব ইমেইলে উল্লেখ করা হয়েছে।

সিএনএন বলছে, ট্রাম্পের অনুসারীদের মেইলে দাবি করা হয়েছে, ভিনদেশী কিছু রহস্যজনক মেইল থেকে আমেরিকার জনগনকে হুমকি দেয়া হচ্ছে। ওই মেইল সম্ভবত রাশিয়া ও ইরান থেকে এসেছে বলে দাবি উগ্র ট্রাম্প সমর্থকদের।

ট্রাম্প সমর্থকরা যুক্তি দেখিয়েছেন, মার্কিনীদের নিরাপত্তার স্বার্থেই ট্রাম্পকে নির্বাচিত করতে হবে। অন্যথায় দেশের নিরাপত্তা পরিস্থিতি খারাপ হতে পারে।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেট সমর্থকদের ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে পাঠানো ইমেইল নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

এদিকে ট্রাম্প সরকার ও তাদের সমর্থকরা এসব ইমেইল ইরান ও রাশিয়া থেকে পাঠানো হয়েছে বলে প্রচার শুরু করেছে। ট্রাম্প সরকারের এমন অভিযোগের ব্যাপারে সরাসরি কিছু না বললেও ইরান ও রাশিয়ার দিকেই ইঙ্গিত করেছে এফবিআই।

বুধবার রাতে এফবিআই কর্মকর্তারা বলেছেন, ইরান ভুয়া ইমেইলের মাধ্যমে ভয় দেখিয়ে ও হুমকি দিয়ে মার্কিন ভোটারদের তটস্থ করতে চাইছে। রাশিয়া ও ইরান যুক্তরাষ্ট্রের সব ভোটারের তথ্য হাতিয়ে নিয়েছে। এসব তথ্য আসন্ন নির্বাচনকে হুমকির মুখে ফেলে দিতে পারে।

তবে মার্কিন বিশ্লেষকরা বলছেন, ইরান ও রাশিয়াকে নিয়ে ইমেইল বিতর্ক তৈরি করে মুলত নির্বাচনে বিশেষ সুবিধা নিতে চাইছেন ট্রাম্প। এটা তার পুরনো কৌশল।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
উপজেলা নির্বাচনকালে আ.লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ : কাদের Apr 20, 2024
img
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন : ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৭ Apr 20, 2024
img
পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ২৭ বস্তা টাকা Apr 20, 2024
img
মালয়েশিয়ায় শোষণের শিকার বাংলাদেশি শ্রমিকরা : জাতিসংঘ Apr 20, 2024
img
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল Apr 20, 2024
img
তীব্র তাপপ্রবাহ : প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ Apr 20, 2024
img
সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি Apr 19, 2024
img
বিশ্বের ১০০ প্রভাবশালীদের তালিকায় আলিয়া Apr 19, 2024
img
পালিয়ে আসা ২৮৫ জনকে ফেরত নিচ্ছে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী Apr 19, 2024
img
গ্রেপ্তারি পরোয়ানার শঙ্কায় নেতানিয়াহু, ইসরায়েলে জরুরি বৈঠক Apr 19, 2024