সৌদি যুবরাজের সঙ্গে নেতানিয়াহুর গোপন বৈঠক

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। রোববার তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তবে আগে থেকেই সৌদিতে অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

ইসরায়েলি গণমাধ্যমের বরাতে আল জাজিরা তাদের প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রের চাপে ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিক করার মধ্যেই নেতানিয়াহু ও মোহাম্মদ বিন সালমান রিয়াদে গোপন বৈঠকে মিলিত হন।

সোমবার একই খবর প্রচার করেছে ইসরায়েলের কান পাবরিক রেডিও এবং আর্মি রেডিও। রেডিওর খবরে বলা হয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনও ওই বৈঠকে অংশ নেন। লোহিত সাগর উপকূলের সৌদি শহর নিওমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে নেতানিয়াহুর এ সফর নিয়ে এখন পর্যন্ত দেশটির পররাষ্ট্র দপ্তর বা মার্কিন দূতাবাস কোনো মন্তব্য করেনি। মুখে কুলুপ এটেছে সৌদি সরকারও।

 

টাইমস/এসএন

Share this news on: