ইরানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প, আহত ৫ শতাধিক

ইরানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ৫১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার রাতে দেশটির কেরনমানশাহ প্রদেশের ইলম শহর থেকে ১১৪ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে ইরাক সীমান্তের কাছে আঘাত হানে ভূমিকম্পটি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ  সংস্থা জানিয়েছে, ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পটির গভীরতা ছিলো ৬৫ কিলোমিটার।

কেরনমানশাহ প্রদেশের গভর্নর হাউসাং বাজভান্ডের বরাত দিয়ে ফার্স নিউজ জানিয়েছে, ভূমিকম্পে সারপোল-ই জাহাব এবং প্রতিবেশীগিলাইন-ই ঘারব শহরে বহু মানুষ আহত হয়েছে। তাদের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওা যায়নি।

দেশটির রাষ্টীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ভূমিকম্পে এখনও পর্যন্ত বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর পা্ওয়া যায়নি। ছয়টি উদ্ধারকারী দল বিভিন্ন এলাকায় কাজ করছে।

এর আগে গত বছর এই স্থানে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে প্রায় ৬শত মানুষ প্রান হারায়।

Share this news on: