আগুনে ফাইল পুড়িয়ে রক্ষা পাবেন না: মোদিকে রাহুল

ভারতের রাজধানী নয়াদিল্লির শাস্ত্রী ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ইতোমধ্যে দমকলের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

এরই মধ্যে এই আগুন নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

টুইট করে তিনি লিখেছেন, 'মোদিজি ফাইল পুড়িয়ে দিচ্ছেন। কিন্তু আপনি রক্ষা পাবেন না। আপনার বিচারের দিন আসছে।'

শাস্ত্রী ভবন দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি ভবন। সেখানে সমাজকল্যাণ মন্ত্রণালসহ নানান গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে। ফলে রাহুলের অভিযোগ মঙ্গলবারের আগুনে অন্যমাত্রা যোগ করেছে।

এর আগে ২০১৭ সালেও শাস্ত্রী ভবনে আগুন লেগেছিল। তখন অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছিল। আবার ২০১৪ সালেও আগুন লেগেছিল সেখানে। অর্থাৎ বিজেপি সরকার আসার পর শাস্ত্রী ভবনেই তিন-তিনবার আগুন লাগল। তার মধ্যে রাহুলের টুইট নতুন বিতর্ক উসকে দিয়েছে।

 

 

টাইমস/এসআই

Share this news on: