সাদা নৌকায় চেপে কেরালায় আসছে আইএসের ১৫ জঙ্গি

একটি সাদা নৌকায় চেপে ইসলামিক স্টেটের (আইএস) ১৫ জঙ্গি শ্রীলঙ্কা থেকে রওয়ানা দিয়ে ভারতের কেরালা রাজ্যের উপকূলের দিকে আসছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতের কেরালা উপকূলজুড়ে জারি করা হয়েছে কড়া সতর্কতা।

সন্দেহভাজন ওই আইএস জঙ্গিরা লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপে পৌঁছানোর চেষ্টা করবে বলে কলম্বো থেকে এই সরকারি বার্তা পৌঁছেছে ভারতীয় গোয়েন্দাদের কাছে। তারপরেই নড়েচড়ে বসেছে কেরালা সরকার। উপকূলে জারি হয়েছে হাই অ্যালার্ট।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, যে কোনো মুহূর্তে আইএস জঙ্গিদের ওই নৌকা কেরালার উপকূলে এসে পড়তে পারে, এই খবর পেয়ে মাছ ধরার সব নৌকা ও জাহাজের ওপর কড়া নজরদারি শুরু হয়ে গেছে। মৎস্যজীবী ও জাহাজগুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

কেরালা উপকূল পুলিশের একটি সূত্র জানায়, কলম্বো থেকে ওই গোপন বার্তা এসে পৌঁছেছে গত ২৩ মে। লোকসভা ভোটের ফলাফল ঘোষণার দিন। তাতে স্পষ্টই জানানো হয়েছে, ওই সাদা নৌকাটিতে রয়েছে আইএসের ১৫ জন জঙ্গি।

‘গত এপ্রিলে শ্রীলঙ্কায় জঙ্গিদের ঘটানো একের পর এক বিস্ফোরণের ঘটনার পর থেকেই এমন একটা কিছু ঘটতে পারে বলে আঁচ করা হয়েছিল। গত ২৩ মে কলম্বোর পাঠানো গোপন বার্তায় সেই আশঙ্কা আরও জোরদার হয়েছে।’

এমন বার্তা মাঝেমধ্যেই আসে উপকূল পুলিশের কাছে। কিন্তু এ বার যেভাবে জঙ্গিদের সংখ্যাও নির্দিষ্ট করে বলে দেয়া হয়েছে, তাতে কলম্বোর ওই বার্তাটিকে যথেষ্টই গুরুত্ব দেয়া হয়েছে। সঠিক তথ্য হাতে না থাকলে এভাবে জঙ্গিদের সংখ্যা বলা সম্ভব হত না বলে জানায় কেরালার পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা।

ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) গোয়েন্দারা যখন শ্রীলঙ্কায় বিস্ফোরণের পর এই তথ্য ফাঁস করে দেন যে, আইএসই ওই ঘটনায় জড়িত, তখন থেকেই কেরালা উপকূলে নজরদারি ব্যবস্থা জোরদার করা শুরু হয়। কারণ গোয়েন্দাদের কাছে খবর রয়েছে, ইরাক ও সিরিয়ায় আইএসের শক্তি প্রায় শেষ হয়ে যাওয়ার পর কেরালায় ওই সন্ত্রাসবাদী সংগঠনটি শক্ত ভিত গড়ে ফেলেছে। কেরালার যুব সম্প্রদায়ের একটি অংশ সরাসরি বা পরোক্ষে জড়িয়ে পড়েছেন আইএসের সঙ্গে বা তারা কোনো না কোনো ভাবে আর্থিক মদত জুগিয়ে যাচ্ছে আইএসকে। গত এপ্রিলে শ্রীলঙ্কায় একের পর এক বিস্ফোরণে ২৫০ জনের মৃত্যু হয়।

মে মাসের গোড়ার দিকেই প্রথম বারের জন্য আইএসের তরফে ঘোষণা করা হয়, ভারতের একটি ‘প্রভিন্স’ (রাজ্য)-এ তারা শক্ত ঘাঁটি গেড়েছে। গত শুক্রবার সেই ‘প্রভিন্স’-এর নামও জানিয়েছে আইএসের মুখপত্র সংবাদ সংস্থা ‘আমাক নিউজ এজেন্সি’। সেই নামটি হলো, ‘ভিলাইয়া অব হিন্দ’।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ফেরি থেকে ট্রাকসহ ৫ যান ধলেশ্বরী নদীতে, ৩ নিথর দেহ উদ্ধার Dec 21, 2025
img
চাকরিতে যোগ দিলেন না ভারতে হিজাব টেনে খুলে দেয়া সেই নারী চিকিৎসক Dec 21, 2025
img
প্রিয় হাদি, তুমি থাকবে সব বাংলাদেশির বুকের ভেতর : জানাজায় প্রধান উপদেষ্টা Dec 21, 2025
img
হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়া সেই যুবক আটক Dec 21, 2025
img
ভোটের সময় ৫ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী Dec 21, 2025
img
যে যেভাবেই বলেন না কেন, আমি নির্বাচন দেখি না : জিল্লুর রহমান Dec 21, 2025
img
আগুনে পুড়ে বিএনপি নেতার মেয়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Dec 21, 2025
img
গোপালগঞ্জে সাংবাদিক ডেকে আরও ১০ আ.লীগ কর্মীর পদত্যাগ Dec 21, 2025
img
ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ Dec 21, 2025
img
ন্যায়বিচারের পথ বন্ধ, রাজপথেই হবে ফয়সালা : ইমরান খান Dec 21, 2025
img
বিপিএল শুরুর সময়ে পরিবর্তন Dec 21, 2025
img
বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম Dec 21, 2025
img
এ কে খন্দকারের জানাজা রোববার, অংশ নেবেন প্রধান উপদেষ্টা Dec 21, 2025
img
শহিদ ওসমান হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতভর প্রহরায় থাকবে পুলিশ Dec 21, 2025
img
ওসমান হাদির জানাজা-দাফন শৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় ডিএমপির কৃতজ্ঞতা Dec 20, 2025
img
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর Dec 20, 2025
img
জনতার আস্থার বাতিঘর তারেক রহমান : মাহবুবুর রহমান Dec 20, 2025
img
কোস্ট গার্ডের পৃথক অভিযানে আটক ৬ Dec 20, 2025
img
যুক্তরাষ্ট্রে ‘ডিভি’ লটারি স্থগিত, ‘ট্রাম্প গোল্ড কার্ড’ চালু Dec 20, 2025
img
‘ধুরন্ধর’কে ধূলিসাৎ করার চ্যালেঞ্জ ধ্রুব রাঠির! Dec 20, 2025