স্থুলকায় যুবকের নিচে চাপা পড়ে ৬০ বছরের বৃদ্ধের মৃত্যু

ভারতের রাজধানী নয়াদিল্লির সরাই রোহিল্লা এলাকার ঘটনা। ৬০ বছর বয়সী এক বৃদ্ধ নিজের বাড়ির বাইরে একটি ঠেলাগাড়িতে ঘুমিয়ে ছিলেন। আচমকাই পার্শ্ববর্তী তিনতলা একটি ভবনের ছাদ থেকে ওই বৃদ্ধের ওপর ৯০ কেজি ওজনের এক ব্যক্তি পড়ে যান। আর তাতেই মৃত্যু হয় ঠেলাগাড়িতে থাকা বৃদ্ধের।

ভারতীয় গণমাধ্যম জানায়, পড়ে যাওয়া ওই ব্যক্তির নাম রবীন্দ আর নিহত বৃদ্ধের নাম মদন লাল।

পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে রবীন্দ জানিয়েছেন, রাতে ছাদের ধারে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন তিনি। আচমকাই পা পিছলে নিচে ঠেলাগাড়ির ওপর শুয়ে থাকা ওই বৃদ্ধের ওপর পড়ে যান তিনি। এতে সঙ্গে সঙ্গে মারা যান ঠেলাগাড়িতে শুয়ে থাকা ওই বৃদ্ধ।

ময়না তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আচমকা প্রবল চাপে তার পাঁজরের হাড় ভেঙে গেছে। এছাড়া শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে মারা গেছেন মদন লাল।

এর আগেও ভারতে স্থুলকায় স্ত্রীর নিচে চাপা পড়ে স্বামীর মৃত্যুর ঘটনা ঘটেছিল।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: