তুরস্কে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাত

তুরস্কের রাজধানী আঙ্কারায় ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৪৩ জন। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ট্রেনটি আঙ্কারা থেকে তুরস্কের মধ্যাঞ্চলীয় প্রদেশ কোনিয়া যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় গভর্নরের বরাত দিয়ে বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, একটি হাইস্পিড ট্রেন অপর একটি লোকোমোটিভের সঙ্গে সংঘর্ষের পর একটি ওভারপাসে গিয়ে আঘাত করেছে, এতে চারজন নিহত হয়েছেন।

গভর্নর ভাসিপ সাহিন জানিয়েছেন, রেল লাইন পরীক্ষার কাজে নিয়োজিত একটি লোকোমোটিভকে আঘাত করার পর যাত্রীবাহী ট্রেনটি ওভারপাসে গিয়ে ধাক্কা খায়।

ঘটনাস্থল মারসান্দিজ স্টেশনটি আঙ্কারার প্রধান স্টেশন থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে।গণমাধ্যমে সম্প্রচারিত ভিডিও ফুটেজে জরুরি বিভাগের কর্মীদের ঘটনাস্থলে কাজ করতে দেখা গেছে।

ট্রেনের ধাক্কায় মারসান্দিজ ট্রেন স্টেশনের ওভারপাসটি ভেঙে পড়েছে। ট্রেনটিরও অন্তত দুটি বগি বিধ্বস্ত হয়েছে। বগিগুলোর ভিতর থেকে লোকজনকে উদ্ধারে কাজ করছে উদ্ধার কর্মীরা। 

 

টাইমস/এইচইউ

Share this news on: