কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ২

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে একজন বিচ্ছিন্নতাবাদী ও একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। বুধবার পুলিশ একথা জানায়। কাশ্মীরের উত্তরাঞ্চলীয় বারামুলা জেলায় এ বন্দুকযুদ্ধ হয়।

কাশ্মীর জোনের পুলিশ টুইটারে বলেছে, বন্দুকযুদ্ধে একজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া একজন পুলিশ কর্মকর্তা নিহত ও আহত অপর একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পরে আবারো টুইটারে বলা হয়, নিহত বিচ্ছিন্নতাবাদী একজন স্থানীয় ব্যক্তি। সে লস্কর-ই-তৈয়বার সঙ্গে সম্পৃক্ত ছিল।

ভারতনিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিলের পর এই প্রথম সেখানে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটল।

৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের উদ্যোগ নেয়ার আগে সেখানে লাখ লাখ সেনা মোতায়েন করে। এছাড়া চলাফেরায় নিষেধাজ্ঞা, ল্যান্ড ও মোবাইল ফোন এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়।

তবে সম্প্রতি সরকার কড়াকড়ি কিছুটা শিথিল করেছে। কিছু স্কুল খুলেছে। যদিও শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে।

 

টাইমস/এসআই

 

Share this news on: