ইরান-ইরাক সম্পর্ক নষ্ট করতে পারেনি শত্রুরা: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইমাম হোসেন (আ.)'র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কারবালা অভিমুখী শোক মিছিল দিন দিন আরও বিস্তৃত হবে। ইমাম হোসেন শুধু শিয়া মুসলমানদের নন বরং তিনি সব মুসলমান ও মানবতার। এ কারণে শোক মিছিলে অমুসলিমরাও অংশ নেন।

বুধবার তেহরানে একদল ইরাকি স্বেচ্ছাসেবীর সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

ইরান ও ইরাকের মানুষের মন-প্রাণ একে অপরের সঙ্গে যুক্ত উল্লেখ করে সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, শত্রুরা এই দুই জাতির মধ্যে বিভেদ সৃষ্টির জন্য ব্যাপক চেষ্টা চালিয়েছে, কিন্তু তারা সফল হতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। কারণ এই দুই জাতির বন্ধনের মূলে রয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ইমাম হোসেন (আ.) তথা আহলে বাইতের প্রতি ভালোবাসা।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা ও তার সহযোগীদের ষড়যন্ত্রের কথা তুলে ধরে বলেন-নানা ষড়যন্ত্র, হুমকি ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের ইসলামি বিপ্লব লিকলিকে এক চারা থেকে এখন শক্তিশালী এক বৃক্ষে রূপ লাভ করেছে এবং এই বৃক্ষের ফল দিন দিন বেড়ে চলেছে।

 

টাইমস/এসআই

 

 

Share this news on: