বেনাপোলে ৮টি সোনার বারসহ যুবক আটক

যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোস্টে অভিযান চালিয়ে ৮টি সোনার বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার সকাল ৮টায় বেনাপোলের দিকে আসা একটি মাহেন্দ্রতে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা।

আটক ব্যক্তির নাম রবিউল ইসলাম জামিল (৩৫)। সে যশোরের আর এন রোড এলাকার মনির উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবরে তারা জানতে পারেন বেনাপোল সীমান্ত পথে ভারতে সোনার একটি চালান পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এসময় একটি মাহেন্দ্র গাড়িতে তল্লাশি চালিয়ে রবিউল ইসলামকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের বেল্টের মধ্যে লুকানো ৮টি সোনার বার উদ্ধার করে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: