তামাবিল স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ, স্বাভাবিক পণ্য পরিবহন

কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন। তবে স্বাভাবিক রয়েছে পণ্য পরিবহন।

ইমিগ্রেশন পুলিশের স্পেশাল সুপারেনটেডেন্ট (স্থল ও সমুদ্রবন্দর) মনিরুজ্জামান জানান, শুক্রবার সকালে ইমিগ্রেশনের পর কয়েকজন যাত্রী বাংলাদেশ সীমান্ত পার হয়ে মেঘালয়ে ঢুকতে চাইলে তাদের যেতে দেননি ভারতীয় কর্তৃপক্ষ। আবার মেঘালয় সীমান্ত থেকে কোন যাত্রীকে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশে ঢুকতেও দিচ্ছে না।

তামাবিল স্থলবন্দরের ট্রাফিক বিভাগের সহকারি পরিচালক পার্থ ঘোষ সাংবাদিকদের বলেন, যাত্রী পারাপার বন্ধ থাকলেও দুটি সীমান্ত শুল্ক স্টেশন খোলা রয়েছে। তাই পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত, ভারতের নাগরিক সংশোধনী বিল (সিএবি) পাস হওয়ার পর দেশটির উত্তর-পূর্বাঞ্চলে সহিংসতা দেখা দেয়। এতে পুলিশের গুলিতে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হন।

 

টাইমস/এএইচ/টিএইচ

Share this news on: