বৃহস্পতিবার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর বিষয়ে প্রস্তুতি নিতে সংসদ সচিবালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ইসি সচিব বলেন, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথের প্রস্তুতি নিতে সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ হবে।

এর আগে মঙ্গলবার নবনির্বাচিত সাংসদদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৮৮টি আসন। অন্যদিকে বিএনপির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭টি আসন।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্যদের শপথ নেওয়ার এক সপ্তাহের মধ্যে নতুন মন্ত্রিপরিষদ গঠন হবে। এই নিয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: