৯ ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা-কিশোরগঞ্জ রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক  

ময়মনসিংহ থেকে নেত্রকোনা ও ভৈরবের পথে ট্রেন চলাচল প্রায় নয় ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে লাইন মেরামতের কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বুধবার রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহের গৌরীপুরে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত হলে ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ময়মনসিংহ-চট্টগ্রাম-নেত্রকোনা-কিশোরগঞ্জ রুটে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মোশাররফ হোসেন বলেন, ময়মনসিংহ থেকে রাত সাড়ে ৮টায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস গৌরীপুর স্টেশনের আউটার সিগন্যালে গিয়ে দুর্ঘটনায় পড়ে। ট্রেনের তিনটি বগি লাইন থেকে বেরিয়ে গিয়ে ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে। উদ্ধারকর্মীরা রাতেই লাইনচ্যুত বগিগুলো সরাতে কাজ শুরু করেন। সেই কাজ শেষ হতে সকাল হয়ে যায়।

 

টাইমস/এইচইউ

Share this news on: