তিস্তার অভ্যন্তরীণ পানিবণ্টন চুক্তি স্বাক্ষরের অপেক্ষায়: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা নদীর অভ্যন্তরীণ পানিবণ্টন চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে। এই চুক্তি এখন স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিএনপির হারুনুর রশীদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, গঙ্গায় ফারাক্কার পানিবণ্টন চুক্তি চূড়ান্তকরণের কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া মনু, মুহুরী, খোয়াই, গোমতী, ধরলা ও দুধকুমার নদীর পানিবণ্টন চুক্তির খসড়া প্রণয়নের জন্য হালনাগাদ তথ্য-উপাত্ত বিনিময়ের প্রক্রিয়া চলমান আছে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: